1. jhramjan88385@gmail.com : bbarta :
  2. muhammadalomgir350@gmail.com : Muhammad Aaomgir : Muhammad Aaomgir
  3. abrahim111099@gmail.com : Bikal Barta :
সিলেটে বিস্ফোরক মামলায় ৯ মন্ত্রী-এমপি, মেয়রসহ আসামি ৩৬০ - Bikal barta
৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| রাত ৯:৪০|
সংবাদ শিরোনামঃ
পাইকগাছায় সিরাতুল হুদা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত  জেলা স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি ঘোষণায় কয়রায় আনন্দ মিছিল ও আলোচনা সভা  বরমী ডিগ্রী কলেজের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত,দাতা প্রতিনিধি রাসেল মোড়ল। ভাঙ্গায় ভলিবল খেলাকে কেন্দ্র করে দুটি বাড়ির ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বাংলাদেশ খেলাফত যুব মজলিস নড়াইল জেলা শাখা কমিটি গঠন । বিশ্বম্ভরপুরে রাজনৈতিক মামলা ও জিআর পরোয়ানাভুক্ত সহ ২ আসামি গ্রেফতার। শেরপুরে এক যুবককে মারধরের জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০, নির্বাচনের আগে বিচার চাই জামায়াতে আমীর ড.শফিকুর রহমান ইসলামিক জ্ঞানচর্চার ভান্ডার নীলফামারী জেলা মডেল মসজিদ   টাকা ছাড়া মিলছে না ‘স্মার্টকার্ড”

সিলেটে বিস্ফোরক মামলায় ৯ মন্ত্রী-এমপি, মেয়রসহ আসামি ৩৬০

রিপোর্টারের নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, সেপ্টেম্বর ৩, ২০২৪,
  • 78 জন দেখেছেন

 

সিলেট থেকে বিকাল বার্তা প্রতিবেদক::

সিলেটে সাবেক ৯জন মন্ত্রী-এমপি ও সিটি মেয়রসহ ৩৬০জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে আরেকটি মামলা হয়েছে। সিলেটের অতিরিক্ত চিফ মেট্টোপলিটন আদালতে আদালতে দণ্ডবিধির ১৪৩/১৪৪/১৪৮/১৪৯/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৪ এবং বিস্ফোরক আইন ১৯০৮ এর ৩/৪ ধারায় এ দরখাস্ত মামলাটি করেন নগরীর শাহজালাল উপশহরের বাসিন্দা মো. ইমরান আহমদ (৩৬)। ২৯ আগস্ট দায়ের করা এ মামলায় বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি ও সিলেট-৫ আসনের সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীসহ ৬০ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০০/৩০০জনকে আসামি করা হয়।

 

মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন, সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ইমরান আহমদ, সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার, সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি আহমদ আল কবির, সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ. বিএমএ নেতা ডা. এহতেশামুল হক চৌধুরী দুলা্ল, কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সারোয়ার হোসেন, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লোকমান আহদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও ঠিকাদার লুৎফুর রহমান, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, গোয়াইনঘাট ডিগ্রি কলেজের পদচ্যুত অধ্যক্ষ ফজলুল হক, সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহদ, কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমদ পলাশ, কানাইঘাটের লেঙ্গুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, সিলেট জেলা পরিষদের সদস্য সুভাষ দাস, সিলেট চেম্বার সভাপতি তাহমিন আহমদ, জেলা পরিষদ সদস্য ফয়ছল আহমদ, বৈচিত্রময় সিলেট’র সম্পাদক আবুল কাশেম রুমন প্রমুখ।

 

বাদি মামলায় উল্লেখ করেন ৪ আগস্ট বিকেল ৫টা সিলেট নগরীর সমবায় ভবনের সামনে ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচিতে আসামিরা সশস্ত্র হামলা চালিয়েছে। আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকও ব্যবহার করে আসামিরা।

আপনার সামাজিক মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
© All rights reserved © 2024 bikal barta
error: Content is protected !!