নিজস্ব প্রতিনিধি: বাথরুমে মহিলার গোসল করার দৃশ্য গোপনে মোবাইলে ধারণ করার অভিযোগে সেনা বাহিনীর হাতে দুই টিকটকার আটক হয়েছে। নেত্রকোণা জেলায় দায়িত্বরত ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুল হায়দার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, পূর্বধলা উপজেলার মেঘশিমুল মধ্যপাড়ার উজ্জ্বল খান গতকাল বুধবার বিকালে জনৈক মহিলার বাথরুমে গোসল করার আপত্তিকর দৃশ্য গোপনে মোবাইলে ধারণ করার ভিডিও করে। মহিলা বিষয়টি বুঝতে পেরে স্থানীয় সেনা ক্যাম্পে অভিযোগ করলে সেনা বাহিনীর একটি টিম অভিযুক্ত টিকটকার উজ্জ্বল খানকে আটক করে। পরে তার স্বীকার উক্তি মোতাবেক তার সহযোগী দীন ইসলামকেও আটক করে। বৃহস্পতিবার সকালে আটককৃত দুই টিকটকার ও জব্দকৃত মোবাইল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।