-আশরাফুল আলম সুমন (বিএসসি)
নোয়াখালী জেলা প্রতিনিধি,
চ্যানেল টুয়েন্টি সিক্স ও জাতীয় দৈনিক বিকাল বার্তা, সেনবাগ উপজেলা প্রতিনিধি, আমার সংবাদ (বৃহত্তর নোয়াখালী থেকে প্রকাশিত একমাত্র জাতীয় দৈনিক পত্রিকা)
সাধারণ সম্পাদক, জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন, নোয়াখালী জেলা।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নোয়াখালীতে জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের সাংগঠনিক তৎপরতা লক্ষণীয়। ইতিমধ্যে মশাল প্রতীকে জেলার ৬টি আসনে সম্ভাব্য এমপি প্রার্থী হিসেবে দলীয় মননয়ন পেতে আগ্রহী জাসদের কেন্দ্রীয় ও স্থানীয় একাধিক নেতৃবৃন্দের নাম শোনা যাচ্ছে।
ধারাবাহিক পর্বে আজ নোয়াখালী সদর-০৪ আসনে এমপি মনোনয়ন প্রার্থী- এস এম রহিম উল্লাহ।
সরজমিন ঘুরে পাওয়া তথ্যানুসারে, নোয়াখালীর ছয়টি আসনে দলীয় মননয়ন প্রত্যাশী যারা ইতিমধ্যে তাদের নির্বাচনী মাঠে কাজ শুরু করছেন। উল্লেখযোগ্যভাবে তারা হলেন যথাক্রমে, নোয়াখালী-২ সেনবাগ -সোনাইমুড়ী(আংশিক) আসনে মশাল মার্কায় সম্ভাব্য এমপি প্রার্থী দলীয় মননয়ন প্রত্যাশী -জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা, শ্রমিক জোট কেন্দ্রীয় কমিটির বর্তমান সাধারণ সম্পাদক বিশিষ্ট রাজনীতিবিদ নঈমুল আহসান জুয়েল। নোয়াখালী-১ চাটখিল-সোনাইমুড়ী আংশিক আসন থেকে মশাল মার্কায় প্রার্থী হিসেবে দলীয় মননয়ন প্রত্যাশী জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার হারুনর রশিদ সুমন।
নোয়াখালী-৫ কোম্পানীগঞ্জ- কবিরহাট (আংশিক) আসনে মশাল মার্কায় সম্ভাব্য এমপি প্রার্থী হিসেবে দলীয় মননয়ন প্রত্যাশী জাসদ কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী সদস্য, জেলা জাসদের সাধারণ সম্পাদক, নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আজিজুল হক বকশী। নোয়াখালী-৪ সদর-সূবর্ণচর আসন থেকে মশাল মার্কায় এমপি প্রার্থী দলীয় মননয়ন প্রত্যাশী বর্তমান জেলা জাসদের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম- আহবায়ক সাবেক ছাত্র নেতা এস এম রহিম উল্যাহ। নোয়াখালী- ৬ হাতিয়া আসন থেকে মশাল মার্কায় এমপি প্রার্থী হিসেবে দলীয় মননয়ন প্রত্যাশী জাসদ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি হাতিয়ার গণমানুষের নেতা ইসরাজুর রহমান শামীম। নোয়াখালি-৩ বেগমগঞ্জ আসন থেকে মশাল মার্কায় এমপি প্রার্থী হিসেবে দলীয় মননয়ন প্রত্যাশী জেলা জাসদের অন্যতম জনপ্রিয় নেতা, বেগমগঞ্জ থেকে মশাল প্রতীকে সাবেক চেয়ারম্যান ও এমপি প্রার্থী, বেগমগঞ্জ উপজেলা জাসদের সংগ্রামী সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক জয়নাল আবেদীন মানিক সরকার এর নাম শোনা যাচ্ছে।
নোয়াখালী সদর-সুবর্ণচর আসনে
শহীদ কর্ণেলতাহের স্মৃতি সংসদ এর প্রতিষ্ঠাতা এস.এম রহিম উল্লাহ সংসদ সদস্য প্রার্থী হিসেবে দলীয় প্রচার ও প্রচারণায় প্রতিনিয়ত ব্যস্ত রয়েছেন। নোয়াখালী জেলা জাসদের বিভিন্ন পদে ছাত্র জীবন থেকে এই পর্যন্ত দায়িত্বরত এস এম রহিম উল্লাহ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৪ সদর সুবর্ণচর আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হতে চান বলে মাঠ পর্যায়ে ঘুরে জানা গেছে।
প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার অন্ন, বস্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সমাজ ও রাষ্ট্রের গরিব বড়লোকের মাঝে বৈষম্য দূর করা। ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। সভ্যতার চাদরে প্রতিটি নাগরিককে গড়ে তোলা যেন রাষ্ট্রীয় সন্ত্রাস অনিয়ম দুর্নীতি দূরবীত্তায়ন চাঁদাবাজি কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। মানুষ মানুষকে ভালবাসবে একে অপরের বিপদ-আপদে এগিয়ে আসবে মানুষ মানুষকে ভালবাসবে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান তা চিন্তা না করে একে অপরের কাঁদে কাঁদ মিলিয়ে দেশ গড়ায় আত্মনিয়োগ করবে। দেশের এই ক্রান্তিলগ্নে প্রয়োজন প্রতিটি নাগরিককে সভ্য হিসেবে গড়ে তোলা। বর্তমানে আমাদের সমাজে লোভ হিংসার প্রচলনে মেরুদণ্ডহীন জাতি হিসাবে অসভ্যতায় নির্যাতিত হচ্ছে সমাজের অসহায় হতদরিদ্র মানুষ গুলো। জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সোনার বাংলার সাথে সোনার মানুষ গড়ে তুলবে এটাই মূলমন্ত্র এমনটাই দাবি করেন এস এম রহিম উল্লাহ।
সরজমিনে সদর সুবর্ণচর উপজেলার বিভিন্ন ইউনিয়নে, গ্রাম -গঞ্জে ঘুরে জানা যায় বাংলাদেশ আওয়ামী লীগের নোয়াখালী-৪ এর সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর সাথে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ থেকে মশাল মার্কায় সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার আশা ব্যক্ত করেন এস এম রহিম উল্লাহ। উল্লেখযোগ্য প্রার্থী হিসেবে এখন পর্যন্ত অবস্থানে আছেন তিনি। কেননা সদর সুবর্ণচর আসনে বিএনপি’র কেন্দ্রীয় প্রভাবশালী নেতা ও সাবেক এমপি মোহাম্মদ শাহজাহান নির্বাচনে দলীয় সিদ্ধান্ত ছাড়া অংশগ্রহণ করবেন কিনা তা নিয়ে সংশয় থাকায় এবং বিএনপি নির্বাচনে থাকা না থাকার দ্বন্দ্বে আওয়ামী লীগের সাথে জাসদ, জাতীয় পার্টি ছাড়া অন্য কাউকে মাঠ পর্যায়ে দেখা যাচ্ছে না।
মুক্তিযুদ্ধের চেতনা জাতীয় পুনর্জাগরণ সংগঠিত করো, দুর্নীতি-লুটপাট বন্ধ করো, বৈষম্যের অবসান করো, সুশাসন কায়েম করো, সমাজতন্ত্রের পথ ধরো এই স্লোগান নিয়ে উদীয়মান এই তরুণ নেতা সাবেক বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত আব্দুল ওহাব এর সন্তান এবং বাটাইয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা। স্কুল জীবন থেকে রাজনীতির সাথে জড়িত এস এম রহিম উল্ল্যাহ ১৯৮৯ ইং সনে বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) সদর নরোত্তমপুর উচ্চ বিদ্যালয় সভাপতি হিসেবে ছাত্রলীগের রাজনীতি শুরু করেন। পরবর্তী কলেজ জীবনে কবিরহাট সরকারি কলেজ শাখার ক্রীড়া সম্পাদক ও কলেজ ছাত্র সংসদের নাট্য ও প্রমোদ সম্পাদক হিসেবে রাজনীতিতে সম্পৃক্ত থেকে ছাত্র-ছাত্রীদের মাঝে যথেষ্ট সুনামের সহিত রাজনীতি করেছেন এস এম রহিম উল্লাহ ১৯৯৪-৯৫ সাল পর্যন্ত জেলা ছাত্রলীগের (জাসদ) যুগ্ম আহ্বায়ক ও ১৯৯৬ ইং সনে সদর উপজেলা জাসদের কোপ সদস্য এবং নোয়াখালী পৌর জাসদের প্রচার ও প্রকাশনার সম্পাদক ছিলেন পরবর্তীতে জিলা জাসদের বিভিন্ন দায়িত্ব পালন করেন।
২০১৫ সালে জাসদের সম্মেলনের মাধ্যমে নোয়াখালী জেলা জাসদের সহ-সভাপতি পদে নির্বাচিত হন। বর্তমানে নোয়াখালী জেলা জাসদের সম্মেলন