সুমন ইসলাম বাবু, লালমনিরহাট:
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের হাতে ফুল দিয়ে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি জহুরুল আলম সরকারসহ চার শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেছেন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে দিকে লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরকারি আদিতমারী জিএস স্কুল এন্ড কলেজ মাঠে নৌকার প্রার্থী নুরুজ্জামান আহমেদের নির্বাচনী জনসভায় তারা আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন। পরে ভাদাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেনর সভাপতিত্বে আওয়ামীলীগে যোগ দেওয়া নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
এসময় সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, নৌকার প্রতি আস্থা রেখে জাতীয় পার্টি থেকে অনেক নেতাকর্মী আওয়ামীলীগের হয়ে কাজ করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মার্কা উন্নয়নের মার্কা। তাই তারা বুঝতে পেরে যোগদান করছেন। তাই সবাই অনুরোধ করবো আগামী ৭ তারিখে নৌকায় ভোট দিবেন।
নৌকার নির্বাচনী জনসভায় জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান আহমেদ, আদিতমারী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, সাপ্টিবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সোহরাব হোসেন, দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান নান্নুসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ আসনে মোট আটজন প্রার্থী প্রতিদ্বদ্বিতা করছেন। তারা হলেন, সমাজকল্যানমন্ত্রী নুরুজ্জামান আহমেদ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল হক (ঈগল), জাতীয় পার্টি থেকে (লাঙ্গল মার্কা) মো. দেলোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) মো. মমতাজ আলী, জাকের পার্টি থেকে (গোলাপ ফুল) মো. রজব আলী, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) থেকে (আম) মো. শরিফুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেস (ডাব) মো. দেলাব্বর হোসেন গণতন্ত্রী পার্টি থেকে কবুতর প্রতীক নিয়ে সুবৃত্তি রানী।