সোহেল রানা স্টাফ রিপোর্টার।
১৩ই সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত, আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল রানা, উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলার সভাপতি মোহাম্মদ রেজাউল ইসলাম সাধারণ সম্পাদক টুটুল, সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা আব্দুল হান্নান ওমর, আদম আলী হাওলাদার জাহিদা হাসান, বনিতা রয়, মারুফা আক্তার, আসাদুল সহ আরো অনেকে। এ সময় তারা বলেন কোন অপসংবাদিক দুর্নীতিবাজ কে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন এর সদস্য করা হবে না, সর্বদা মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে। দুর্নীতির বিরুদ্ধে কাজ করাই জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের উদ্দেশ্য লক্ষ্য।