স্টাফ রিপোর্টার বাবুল চৌধুরী জাতীয় দৈনিক বিকাল বার্তা।
মহেশখালী উপজেলা আওতাধীন কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ী এলাকায় ১৮ই সেপ্টেম্বর সকালে নৌবাহিনীর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি শর্টগান সহ সন্ত্রাসী মোঃ শাহজাহান কে আটক করা হয়েছে।নৌবাহিনীর উপস্থিতির টের পেয়ে আটককৃত সন্ত্রাসী মোঃ শাহজাহান দৌড়ে পালানোর চেষ্টা করলে নৌবাহিনীর সদস্যরা কৌশলে তাকে ধরে ফেলেন। পরবর্তীতে তার দেহ তল্লাশী করে একটি শর্টগান ও তাজা গুলি পাওয়া যায়। আটককৃত সন্ত্রাসীকে পরবর্তী আইন আইনানুগভাবে ব্যবস্থা নেওয়ার জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়। বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষে ‘ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় দায়িত্বপূর্ণ এলাকা সমূহে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল অভিযান চলমান থাকবে।