স্টাফ রির্পোটারঃ-আঃহামিদ:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। তীব্র শীত ও ঘণ কুয়াশা উপেক্ষা করে ভোট প্রয়োগ করতে এসেছেন সাধারণ ভোটাররা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘলাইন দেখা গেছে।
নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে সকাল থেকেই পছন্দের প্রার্থীকে ভোট দিতে ভোটাররা নির্ধারিত সময়ের আগেই ভোটকেন্দ্রে ভিড় করেছেন। ভোটাররা ব্যালটে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
রবিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলারর কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে এমন চিত্র।
উপজেলার ইন্দ্রনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আরিফা খাতুন নামের এক ভোটার বলেন, অনেক বাধা আসবে এমন কথা মানুষের মুখে মুখে শুনেছিলাম কিন্তু বাস্তবে তার কোন কিছু নেই। উৎসব মূখর পরিবেশে পরিবারের সকলে মিলে ভোট দিতে এসেছি।
জাহাঙ্গীর নামের এক ভোটার বলেন, আনন্দ করে ভোট দিলাম। ভোট কেন্দ্রে কোন সমস্যা নেই। ভোট দিতে পেরে খুব ভালো লাগছে।
নতুন ভোটার তাসনিম জাহন বলেন, জীবনে প্রথম ভোট প্রদান করলাম। ভোট দেওয়ার অনুভূতি অন্যরকম।