হারুন অর রশিদ
স্টাফ রিপোর্টার :
জনাব মোঃ শামীম ,পদবী কনস্টেবল, কালাই থানা।,
আপনি এসেছিলেন বলেই নতুন স্বপ্নে বিভোর ছিলো জয়পুরহাটবাসী
আপনার পদার্পণে প্রাণ ফিরে পেয়েছিলো নিষ্প্রাণ অসহায়ত্ব
আপনার ছোঁয়ায় সোনালী স্বপ্নে ভরেছিলো মাঠ প্রান্তর
আপনি আশার আলো জ্বালিয়ে ছিলেন জয়পুরহাট বাসীর মনে।
আপনার কর্ম দক্ষতায় আছে হ্যামিলনের বাঁশির সুর
আপনার বিশ্বস্ততায় ফুল ফুটেছিলো নিষ্কণ্টক জয়পুরহাটে
আপনার ভালবাসায় জেগেছিলো বিধবার মুখে হাসি
বৃদ্ধ পিতার কঙ্কালসার দেহে বল আর সমাজের পিছিয়ে পড়ারা পেয়েছিলো সামনে চলার প্রেরণা।
আপনাকে আমরা ধরে রাখতে পারিনি
আপনার বিদায়ে দু’চোখের জলে ধুয়ে গেছে নতুন স্বপ্নের আলপনা
মুখের হাসিকে গ্রাস করেছে প্রতিহিংসা
আমরা হারিয়েছি নির্ভরতার পরম ঠিকানা।
আপনাকে ভুলে যায়নি জয়পুরহাটবাসী
আপনাকে ভোলা খুব সহজ নয়
আপনি আছেন নিজ হাতের ছোঁয়ায় বদলে দেওয়া প্রতিটা স্পর্শে
আপনি আছেন আর থাকবেন জয়পুরহাটবাসীর মনের মণিকোঠায়।