তোফায়েল আহমদ : সিলেট বিভাগীয় ব্যুরো:
অদ্য রোজ মঙ্গলবার, ১৫ কার্তিক (৩১ অক্টোবর
আঞ্চলিক তথ্য অফিস (সিলেট পিআইডি) সিলেটের অফিসের স্থান পরিবর্তন করা হয়েছে। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল স্বপ্নীল-৫২ নম্বর বাড়ি থেকে কাজিরবাজার ব্রিজ বা ‘সেলফি ব্রিজ’ সংলগ্ন দক্ষিণ সুরমার ৩৫০/৬, খোজারখোলা স্কয়ারে দোতলা ভবনে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার ৩১ অক্টোবর উপপ্রধান তথ্য অফিসার মুঃ সুমন মেহেদী স্বাক্ষরিত এক চিঠিতে সংশ্লিষ্ট সবাইকে নতুন ঠিকানায় পত্রপ্রেরণ অথবা যোগাযোগের জন্য অনুরোধ করেছেন।
কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় অফিসে স্থানাভাবের কারণে নতুন ঠিকানায় দোতলা ভবনে স্থানান্তর করা হয়েছে বলে জানান উপপ্রধান তথ্য অফিসার মুঃ সুমন মেহেদী। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এতে সিলেট আঞ্চলিক তথ্য অফিস সরকার এবং জনগণের মধ্যে তথ্য সেতুবন্ধ তৈরি করতে আরো বেশি ভূমিকা রাখতে পারবে।