আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ সিলেট থেকে ।
ইসলাম ও মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ) কে নিয়ে ভরতের বিজেপি সরকারের দুই নেতা কর্তৃক অবমাননাকর মন্তব্য ও কটৃক্তির প্রতিবাদে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে জকিগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ক্ষুব্ধ উদ্দীপ্ত তরুণ সংঘ, কান্দিগ্রাম প্রবাসী সমাজকল্যাণ সংস্থা ও আবাবিল যুব পরিষদের নেতাকর্মীরা।রবিবার (২৯ সেপ্টেম্বর) বাদ আছর তিনটি সংগঠনের যৌথ উদ্যোগে জকিগঞ্জ পৌর শহরে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে। মিছিলটি পৌর শহরে বিভিন্ন মহা সড়ক প্রদক্ষিণ করে এম.এ হক চত্বরে এসে মিলিত হয়।উদ্দীপ্ত তরুণ সংঘের সভাপতি হা. জাবের আহমদের সভাপতিত্বে ও নির্বাহী সদস্য মোহ: সেলিম আহমদের পরিচালনায় মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- উদ্দীপ্ত তরুন সংঘের সাবেক সিনিয়র সভাপতি আবু বক্কর সিদ্দীক মুরাদী, উপদেষ্টা মাও. জয়নুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান রাদি, সদস্য সাজু আহমদ, নাজির আহমদ আফজল, প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
এ সময় বক্তারা তাদের বক্তব্যের মধ্যে প্রতিবাদী কন্ঠে হুশিয়ারি করে বলেন, ভা’র’তের পুরোহিত এবং মহানবী (সাঃ) কে কটুক্তি করার সমর্থনকারী বিজেপি নেতা নিতেশ রানকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি করেন। সেই সাথে সর্বস্তরের জনগণকে ভা’র’তী’য় পণ্য বয়কটের আহ্বান জানান।তারা আরও বলেন, সারাবিশ্বে মুসলমান যখন সাম্প্রদায়িক সম্প্রীতিতে একাত্মতা পোষণ করেছে। তখন ভা’র’তী’য় পুরোহিত সহ তারা সাম্প্রদায়িক দাঙ্গাতে ব্যস্ত হয়ে পড়েছে। আমরা হুশিয়ারি করে বলে দিতে চাই, বিশ্বনবী (সা:) কে নিয়ে যদি কোন কটুক্তি করা হয়। তাহলে সারা বিশ্বের মুসলমান এক হয়ে প্রতিবাদ করবেন এটাই স্বাভাবিক।