আ: ছাত্তার মিয়া নরসিংদী:
নরসিংদীতে সংবাদ কর্মী বাবুলের সিএনজি ড্রাইভার নির্বাচন পর্যবেক্ষকের কার্ড কিভাবে পায় এর কারিগর কে?সাংবাদিক মহল জানতে চায়?এরা কিভাবে সাংবাদিক হয় এর পিছনে মেকার কারা? এসব অযোগ্য লোকদের অর্থাৎ সিএনজি ড্রাইভার, মাদক বিক্রেতা, রেলগাড়িতে ওষুধ বিক্রেতা, হকার, কাঠমিস্ত্রি রাজমিস্ত্রি, আদম বেপারী, চোর, ডাকাত এবং সন্ত্রাসীরা কিভাবে সংবাদ কর্মি বনে যায়।এদের মতো সংবাদ কর্মীর জন্য আজ সংবাদকর্মী জায়গায় জায়গায় অপমানিত হচ্ছে অপদস্ত হচ্ছে সাংবাদিক/ সংবাদকর্মিদের মান কমে যাচ্ছে। এদের মত সংবাদকর্মী জন্য প্রকৃত সংবাদ কর্মী/সাংবাদিকদের মান ক্ষুন্ন হচ্ছে এদেরকে আর সমাজের লোকেরা ভালো চোখে দেখছে না কেননা ওনারই অযোগ্য এরা কিভাবে যোগ্য লোকের ইজ্জত করবে সম্মান দেখাবে অর্থের বিনিময়ে একজনের পক্ষে আরেকজনের বিপক্ষে এরা সংবাদ প্রকাশ করতে দ্বিধাবোধ করে না। আর এরা নামমাত্র ফেইসবুক, ইউটিউব ও কিছু ছোট খাট সংবাদপত্রের আইডি কার্ড ৫০০/১০০০ টাকায় গ্রহণ করে সারাদেশে দাবিয়ে বেড়াচ্ছে। এরা দাবি করে সাংবাদিক। বর্তমান সরকার বাহাদুরের প্রতি অনুরোধ জানাই সাংবাদিকের নীতিমালা যেন ফলো করে প্রতিটি জেলা প্রশাসক এবং এদের মত নামধারী সংবাদকর্মীদের যেন আইনের মাধ্যমে বিচারের আওতায় আনা হওক দাবি নরসিংদী সাংবাদিক মহল।