আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ প্রতিনিধি।
ঈদগাহ বাজার- কাপনা নিবাসী শত শত হাফিজে কোরআনের উস্তাদ হাফিজ আব্দুল কাইয়ুম সাহেব আজ রাত ৮ঘটিকার সময় মৃত্যুবরণ করিয়াছেন। ইন্না-লিল্লাহ…
তিনি দীর্ঘদিন জামেয়া ঈদগাহ বাজার মাদ্রাসায় শিক্ষকতা করেন।
তাহার অক্লান্ত পরিশ্রমে
ও আল্লাহর অশেষ দয়ায় শত শত ছাত্র তার হাতে পুরো কুরআনুল কারিম মুখস্থ করেন।
তিনি শেষ নিশ্বাস পর্যন্ত কুরআনুল কারীমের খেদমত করে গেছেন।
তাহার মৃত্যুতে শত শত ছাত্রের মধ্যে শোকের ছায়া নেমে আসে!
তাহার জানাজার নামাজ আগামী কাল দুপুর ২ ঘটিকার সময় ঈদগাহ বাজার মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।
হে আল্লাহ
কুরআনের এ খাদিম কে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন আমিন।