মোঃ গোলাম কিবরিয়া বিজয়নগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার সাবেক তিনজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বহিস্কারের ঘোষণা দিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
মঙ্গলবার (৯ জানুয়ারী) দুপুর ১২ টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে ব্রাহ্মণবাড়িয়া ৩ (সদর-বিজয়নগর) আসন থেকে বিজয় লাভ করা জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বিজয়নগর সর্বস্তরের নেতাকর্মীর ফুলের শুভেচ্ছা গ্রহনের সময় বক্তব্যে এই বহিষ্কারের ঘোষণা দিয়ে আরো যারা নৌকার বিরুদ্ধে কাজ করেছে তাদের তালিকা তৈরি করতে উপজেলা আওয়ামী লীগকে নির্দেশ প্রদান করেন।
বহিস্কৃত তিন সাবেক চেয়ারম্যান হলো উপজেলার সিংগারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এডঃ ফজলুল হক, ইছাপুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন ও বুধন্তী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম। ইছাপুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন উপজেলা আওয়ামী লীগ সদস্য থাকলেও বাকি দুই সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগের কোন পদ পদবীতে নেই।
এ সময় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ জহিরুল ইসলাম ভূঁইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর মৃরধা সহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিল।