স্টাফ রিপোর্টার:
খুলনা জেলা গোয়েন্দা ( ডিবি) পুলিশের অভিযানে ডুমুরিয়ার টিপনা নতুন রাস্তা এলাকা থেকে শোলগাতিয়া গ্রামের ডালিম শেখ (৩০) নামে এক যুবককে দেশীয় ২টি ওয়ান শাটার অস্ত্র সহ আটক করেছে, আজ মঙ্গলবার ৯ জানুয়ারি সকাল দশটার দিকে এই যুবককে আটক করেছ। জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ সূত্রে জানা যায় পুলিশের এসআই শেখ ইমরুল করিম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালিয়ে টিপনা গ্রামের মৃত আঃ রহমান গাজীর বাড়ীর সামনে থেকে তাকে ২টি ওয়ান শাটার গানসহ তাকে আটক করা হয়। সে ডুমুরিয়া উপজেলার শৈলগাতিয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ সুকান্ত কুমার সাহা বলেন এব্যাপারে ডুমুরিয়া থানায় অবৈধ অস্ত্র আইনে একটি মামলা রেকর্ড করা হয়েছে। ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।