মোঃ জসিম হোসেন ক্রাইম রিপোর্টার। ঝিনাইদহের কোটচাদপুরে জামাত নেতা প্রফেসার মাওলানা মতিয়ার রহমান এর গীতা পাঠ ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার রাত ৯:৩০ এর সময় সলেমান পুর রদখোলা পুজা মন্ডপ থেকে তার গীতা পাঠের একটি ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। প্রফেসর মতিয়ার রহমান কোটচাদপুর ৩ আসন এর জামাত সংসদ প্রদ প্রার্থী।
প্রফেসর মতিয়ার রহমান ঝিনাইদহ জেলার শাখার নায়েবে আমীর। তার এই গীতি পাট কে ঘিরে সোসাল মিডিয়া সড়গোল বয়ে যাচ্চে।
অনেকের লেখতে দেখা যায় পুজা মন্ডপের ভিতর এ কি করলেন প্রফেসর মতিয়ার রহমান।
জানা যায়, পূজা মন্ডপে সবার সামনে দুই হাত উচু করে ওম শান্তি ওম শান্তি বলতে এবং আশ পাশ থেকে ওলু ধ্বনি ভেসে উঠে এমন ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে।
পুজা মন্ডপে এমন গীতা পাঠ বিষয়ে ইসলামিক বক্তাদের কাছে জানতে চাইলে তারা বলেন এটা ইসলাম সর্ম্থন করেনা।
এ বিষয়ে ঝিনাইদহ জেলা আমীর আলী আজমের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন, উনি বক্তা মানুষ তো, অনেক কিছুই বলেন, আলোচনা করেন। হয়তো সেখান থেকে কনো কাঠ ছাট করে এগুলা করা হয়েছে, তবে আমি এখনো ভিডিও টি দেখেনি। অনেকেই কাছ থেকে জানতে পেরেছি। আপনারা পুরাটা তুলে ধরেন।
এ বিষয়ে প্রফেসর মতিয়ার রহমানের মুঠোফোনে একাধিক বার কল করলে ও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি