অসিত চক্রবর্তী: কেমন হওয়া উচিত আগামী সরকার, একটি প্রস্তাবনা ও রূপরেখা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন হয় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে ‘ বিচারের নামে অবিচার এবং ইচ্ছাধীন বিচার বন্ধে বিচারক ও বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সংবিধানের ৭৭ অনুচ্ছেদ অনুযায়ী অবিলম্বে ন্যায়পাল নিয়োগের আহ্বান জানিয়েছে আইনজীবী সাংবাদিক ঐক্য পরিষদ। শনিবার (১২ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে ‘কেমন হওয়া উচিত আগামী সরকার, একটি প্রস্তাবনা ও রূপরেখা’ শীর্ষক আলোচনা সভার এই আহ্বান জানানো হয়। এ সময় এমন ২২ রূপরেখা তুলে ধরে পরিষদটি।
এ সময় গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইনজীবী ঐক্য পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট মুহাম্মদ পি কে আব্দুর রব।