এম হোছাইন আলী।
(কুতুবদিয়া প্রতিনিধি)
কক্সবাজারের কুতুবদিয়ায় আলী আকবর ডেইল ইউনিয়নের তাবলরচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নৌবাহিনী।
মঙ্গলবার (১৫ই অক্টোবর/২৪)ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুতুবদিয়া নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার ইমাম মাহদীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অভিযানে ঐ এলাকার একটি বাড়ির পুকুর পাড়ে মাটির নিচে পুঁতে রাখা অবস্থা থেকে ০১টি এক নলা বন্দুক, ০১টি পিস্তল, ০৭ রাউন্ড তাজা গোলাবা*রুদ এবং ০৩ টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
এদিকে উদ্ধারকৃত অস্ত্র সমূহ কুতুবদিয়া থানায় হস্তান্তর করেছে নৌবাহিনী।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(O/C) মো: আরমান হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা অনুসারে ‘ইন এইড টু সিভিল পাওয়ার ‘এর আওতায় নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপ্রাপ্ত এলাকাসমুহে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস নির্মূলে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী।