রাস্তা,,,আজ আবার সেই রকম ভালো রকম ,, কোজাগরী পূর্ণিমা আসে দুচোখ বেয়ে জল ঝরে একটি একটি শব্দ ঝরে পড়ে,,,, প্রতি টিশবদ আমাকে বলে হি্্সা করনা চেষ্টা কর,,, এগিয়ে যাওয়া র পথে সত্য অনুসন্ধান আমার সাবেকি ভালো বাসা অনেক অভিনন্দন,,,,আজ গোলাপি ঠোঁট তোমাকে কথা দিয়েছিল কিন্তু কালকে সেই ঠোঁট রক্তাভ হয়ে তোমাকে শাসন করে,,,কেন জান তার পরিবেশ,,,, সৃষ্টি আর উল্লাসে র মাঝে,, সতর্কতা,,,, তোমার জীবন গেয়ে যাই নব আলোকের গানে,, জিহ্বা বলে বিবেকের আকুতি, সবাইকে ভালো বাসি ভালো বাসব।