মোঃ সুমন মোল্লা ভাংগা প্রতিনিধি: এস.এস.সি ১৩ ব্যাচ উদ্যোগে প্রস্তাবিত পদ্মা বিভাগের (৫ টি জেলায় এক যোগে) উদ্যোগে ছিন্নমূল হতদরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (১০ জানুয়ারি ) দিবাগত রাত ১২ টার সময় ফরিদপুর সহ পাশ্ববর্তী ৫ টীম জেলায় এস.এস.সি ১৩ ব্যাচ এর উদ্যোগ এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এস.এস.সি ১৩ ব্যাচ এর উদ্যোগে ফরিদপুরে ৪৩ জনের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও পাশ্ববর্তী জেলায় সর্বমোট ১৫৬ জনের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। ফরিদপুর শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ৪৩ জনের মধ্য শীতবস্ত্র বিতরণ করেন পিয়াল, হাবীব, অসীম, লিপন, হৃদয়, রোহান, রাশেদ প্রমুখ। এই বিষয়ে কথা বলে জানা যায়, এস.এস.সি ১৩ ব্যাচ এর প্রস্তাবিত পদ্মা বিভাগের শিক্ষার্থীদের নিজস্ব অর্থায়নে প্রতি বছর ন্যায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ভবিষ্যৎ দিনেও তাদের এই সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে।