জেলা প্রতিনিধি (দ্বীপক চন্দ্র সরকার) নেত্রকোণা: “ এক ডোজ এইচপিভি টিকা নিন- জরায়ুরমুখ ক্যান্সার রুখে দিন ” এই শ্লোগান কে সামনে রেখে নেত্রকোণা সদর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে
২০ অক্টোবর রবিবার সকালে নেত্রকোনা সদর উপজেলা হল রুমে শতাধিক শিক্ষকদের মাঝে অনুষ্ঠিত হয়েছে এইচপিভি ক্যাম্পেইন ২০২৩ ।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক সম্প্রসারিত টিকাদান কর্মসূচির ( ইপিআই ) স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীনে প্রাথমিকভাবে দেশব্যাপী ৫ম থেকে ৯ম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রী ও ১০
থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত
কিশোরীদের বিনামূল্যে এইচপিভি টিকা প্রদান করা হবে । স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে , জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত , নিরাপদ ও কার্যকর। এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ২০২৩ এ নেত্রকোনার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শতাধিক শিক্ষক – শিক্ষিকা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে এইচপিভি টিকা সম্পর্কে অবহিতকরণ আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করেন নেত্রকোনা সদরের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আহসান কবীর রিয়াদ । অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আইনুল ইসলাম , উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক প্রমুখ।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী লক্ষ্মীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকসানা আক্তার , সাজিউড়া মফিলা ফয়েজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাফায়েত আহমেদ ,রেজভিয়া দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক এরশাদ উদ্দিন , আবু সাদেক , সুপার মো: আবুল মোতালিব খান ,মৌজেবালীর শহীদিয়া আলীম মাদ্রাসা প্রিন্সিপাল মো: এমদাদুল হক সহ অন্যান্য শিক্ষকদের সাথে কথা বললে তারা জানান, সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন আমাদের মৌলিক অধিকার । সরকারের এই ধরনের পদক্ষেপ পরবর্তী প্রজন্ম ও দেশের মানুষের উন্নয়নের জন্য জরুরী প্রয়োজন ।
নেত্রকোনা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আহসান কবীর রিয়াদ বলেন , জরায়ুর ক্যান্সার প্রতিরোধে ৫ম থাকে ৯ম শ্রেণীতে অধ্যয়নরত ও ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের রেজিস্ট্রেশনের মাধ্যমে এই এইচপিভি টিকা দেওয়া হবে । সুস্বাস্থ্য ধরে রাখতে পর্যায়ক্রমে সকল কে টিকার আওতায় আনা হবে। শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আমাদের স্বাস্থ্যকর্মীরা বিনামূল্যে টিকাদান প্রদান করবেন ।