মো:শুকুর আলী,স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা সলোকাবাদ ইউনিয়ন আক্তারপাড়া গ্রামে লাকড়ি ভর্তি ট্রাকে মিলছে ভারতীয় গাইবি চিনি।
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ১নং সলোকাবাদ ইউনিয়নের আক্তাপাড়া এলাকা আবুল হোসেন বাড়ির পাশে কে’বা কারা রাতের বেলা একটি লাকড়ি ভর্তি চিনি সহ মিনি ট্রাক ফেলে যায়, সকালে আবুল হোসেন বাড়ির লোকজন দেখতে পেয়ে বিশ্বম্ভরপুর থানা পুলিশ কে খবর দেই।
বিশ্বম্ভরপুর থানা অফিসার ইনচার্জ ওসির নির্দেশ এস আই নবী হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে লাকড়ি ভর্তি মিনি ট্রাক দেখতে পাই, পরে তল্লাশি চালিয়ে প্রায় ৫ মন লাকড়ি ও ২৫ বস্তা ভারতীয় নিষিদ্ধ চিনি পাওয়া যায়।
যাহার বাজার মূল্য:১,২৫,০০০/- (এক লক্ষ পঁচিশ হাজার) টাকা,একটি হলুদ ও নীল রংয়ের পুরাতন মিনি ট্রাক গাড়ি, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ন-২১-২২৭৭, ইঞ্জিন নং- ALH501022P, চেসিস নং-MB1AG34K7LRAG7585, মূল্য অনুমান-১৫,০০,০০০/- (পনের লক্ষ) টাকা,
এস আই নবী হোসেন বলেন এই ঘটনায় সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে গাড়ি নাম্বার দেখে, গাড়ির মালিক খুঁজে বের করে চালকে আটক করলে বিস্তারিত জানা যাবে।
এই বিষয়ে থানায় নিজে বাদী হয়ে একটি মামলা দায়ের করেছি, দ্রুত চালক ও চোরাচালানের জড়িতদের গ্রেফতার করা হবে।