বিশেষ প্রতিনিধি :অপূর্ব ধর: সাতকানিয়াতে কাঁচাবাজার , নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ছমদিয়া বাজার মনিটরিং করেন জেলা প্রশাসন( ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।পরিদর্শনকালে, দ্রব্যমূল্যের তালিকা না থাকায় ও বিকৃত পণ্য মানসম্মত না হওয়ায়, এবং মেয়াদউত্তীর্ণ পণ্য বিক্রি করা দায়ে বাজারের তিনটি দোকান কে অর্থদণ্ডে দন্ডিত করেন। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম, ব্যবসায়ীদের পণ্যমূল্য প্রদশন, ভাউচার সংরক্ষণে করা হুশিয়ারী দেন। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন সাতকানিয়া থানার এসআই, সাখাওয়াত,কনস্টেবল বিশ্বজিৎ ও কয়েকজন আনসার সদস্য।বাজার মনিটরিং শেষে ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম, ক্রেতা ও বিক্রেতার সাথে ভোক্তা অধিকার সম্পর্কে কথা বলেন।