হিজলা প্রতিনিধি।। বরিশালের হিজলায় বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে আলোচনা ও প্রতিবাদ সমাবেশ।
২৮ অক্টোবর বিকাল সাড়ে তিনটার সময় শহীদ চত্বর উপজেলা বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক অধ্যাপক নুরুল আমিন।
প্রধান অতিথি বক্তব্য রাখেন বরিশাল জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল জব্বার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জহির উদ্দিন মোঃ ইয়ামিন, ইসলামী ছাত্রশিবির বরিশাল জেলা সভাপতি আঃ কাদের, হিজলা উপজেলা জমায়াতের সেক্রেটারি মাওলানা হারুন আর রশিদ, হিজলা উপজেলার সুরা ও কর্ম পরিষদের সদস্য সৈয়দ গুলজার আলম, জামাত নেতা ফরিদ উদ্দিন আহমেদ, আইবিউ হিজলা উপজেলা সভাপতি শাহানশা চৌধুরী সামু, সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশন মোঃ খলিলুর রহমান সহ বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ২০০৬ সালে আওয়ামী লীগের সন্ত্রাসীরা লগি বৈঠা মিছিলের নামে জামায়াতের ৬ সদস্যকে নির্মমভাবে হত্যা করে। এমনকি নিহত শহীদদের লাশ সামনে রেখে নৃত্য পরিবেশন করে।
যারা এ ধরনের জঘন্য কাজ করেছে তাদেরকে বাংলার মাটিতে স্থান দেওয়া হবে না।
অন্যান্য বক্তাদের দাবি যারা ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে আইনের মাধ্যমে সর্বোচ্চ বিচারের দাবি জানান।
প্রতিবাদ সমাবেশের আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনে সভাপতি মোঃ খলিলুর রহমান।