মোঃ আবু তালেব হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায়
দ্বিতীয়বারের মতো জেলার শ্রেষ্ঠ এসআই মনোনীত হলেন মাধবপুর থানার দ্বীন মোহাম্মদ।
গতকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি ) ১২ টায় হবিগঞ্জ জেলার পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোঃ আক্তার হোসেন বিপিএম সেবা।
এ সভায় সবার উপস্থিতিতে জেলা পুলিশ সুপার মোঃ আক্তার হোসেন বিপিএম সেবার নিকট থেকে সম্মাননা স্মারক পেলেন মাধবপুর থানার এস আই দ্বীন মোহাম্মদ।
উক্ত মাসিক কল্যাণ সভায় ও মাস্টার প্যারেডে হবিগঞ্জ জেলা (প্রশাসন ও অর্থ) হাসিবুল ইসলাম, হবিগঞ্জ (ক্রাইম এন্ড অপস) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামসুল হক, হবিগঞ্জ (সদর সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খলিলুর রহমান, হবিগঞ্জ বাহুবল (সার্কেল) সহকারী পুলিশ সুপার আবুল খয়ের, মাধবপুর (সার্কেল) সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী,সহ হবিগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, জেলার পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত পুরস্কারের অভিন্ন মানদণ্ডের আলোকে ডিসেম্বর ২০২৩ এর বিভিন্ন ক্যাটাগরিতে অবদান রাখায় মাধবপুর থানার এসআই দ্বীন মোহাম্মদ জেলার শ্রেষ্ঠ এসআই মনোনীত করা হয়েছে।
উল্লেখ্য: মাধবপুর থানায় যোগদান করার পর থেকে এস আই দ্বীন মোহাম্মদ, মাদক, সন্ত্রাস দমনসহ, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ওয়ারেন্ট তামিল,ধর্ষণ, মামলার রহস্য উদঘাটন জন্য বিশেষ ভূমিকা রাখায় দ্বিতীয়বারের মতো জেলার শ্রেষ্ঠ এস আই মনোনীত করেন।