মো: জসিম হোসেন ক্রাইম রিপোর্টার ঝিনাইদ:
এক দিনে হাজিরা খাতায় ২ মাস ২২ দিনের সই
প্রভাষক ইসরাইল হোসেন
গত ৫ আগস্ট সরকারের পতনের পর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত কর্মস্থলে অনুপস্থিত ছিলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সরকারি মাহতাব উদ্দিন কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক ইসরাইল হোসেন। অভিযোগ উঠেছে, রোববার (২৭ অক্টোবর) সকালে কলেজে এসে হাজিরা খাতায় একদিনে ২ মাস ২২ দিনের স্বাক্ষর করেছেন তিনি।
অভিযুক্ত প্রভাষক ইসরাইল হোসেন কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।
সরকারি মাহতাব উদ্দিন কলেজের শিক্ষার্থী ইফতি জাহান জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে কলেজে আসেন ইতিহাস বিভাগের প্রভাষক ইসরাইল হোসেন। গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে গতকাল শনিবার (২৬ অক্টোবর) পর্যন্ত তিনি কলেজে অনুপস্থিত ছিলেন। কলেজে এসেই তিনি হাজিরা খাতায় সই করে চলে যান। সন্দেহ হলে শিক্ষার্থীরা হাজিরা খাতা খুলে দেখতে পান তিনি (ইসরাইল হোসেন) বিগত ২ মাস ২২ দিনের সই করেছেন।