আবু বকার সিদ্দীক হিরা
(খুলনা ব্যুরো প্রধান)
আজ সকাল অনুমান ১০.৩০ ঘটিকার সময় সোনাডাঙ্গা মডেল থানাধীন বয়রা বাজারস্থ স্বপ্ন শপিংমল এর পাশে পাঁকা রাস্তার উপর হতে জেসমিন আক্তার (৪০), স্বামী-মোঃ নান্নু হোসেন, সাং-আলাদাতপুর, থানা-নড়াইল সদর, জেলা-নড়াইল, এ/পি সাং-ফেরদৌসী মঞ্জিল, আজিজের মোড় বয়রা, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনা মহানগরীকে ভয়ভীতি প্রদর্শন করিয়া তার কাছে থাকা স্বর্ণের চেইন যার ওজন ০৫ আনা ০২ রতি ২ পয়েন্ট, মূল্য অনুমান ৩৬,৩৬৬/-(ছত্রিশ হাজার তিনশত ছেষট্টি) টাকা এবং ০১ জোড়া স্বর্ণের কানের দুল, যার ওজন অনুমান ০৩ আনা, মূল্য অনুমান ২০,০০০/(বিশ হাজার) টাকা। আসামী ১) মোঃ কালা চাঁন @ আমির (২৮) পিতা-মৃত: আফসার বয়াতী, সাং-মাথাভাঙ্গা, থানা-কালকিনি, জেলা-মাদারীপুর, এ/পি সাং-চাঁদপাড় শাহ আলমের বস্তি, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ; ২) মোঃ বিল্লাল হোসেন (৩০) পিতা-মুজিবর রহমান; ৩)মোঃ সানি (২০) পিতা-মোহাম্মদ আলী এবং ৪) মোঃ মহন (২০) পিতা-মোঃ সোবহান, সর্ব সাং-ডেমরা চনপাড়া, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ মিলছে জোরপূর্বক ছিনতাই করে নিয়ে যায়
পরবর্তীতে ঘটনার দিন বেলা অনুমান দুপুর ০১.৪ ঘটিকার সময় ভিকটিম জেসমিন আক্তার (৪০) উল্লেখিত আসামীগণকে সোনাডাঙ্গা মডেল থানাধীন বাসস্ট্যান্ড সংলগ্ন থানার মেইন গেটের পাশে বাংলাদেশ বেকারী নামক দোকানের সামনে পাঁকা রাস্তার উপর দেখতে পায় এবং সোনাডাঙ্গা মডেল থানা পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের একটি চৌকস টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপস্থিত লোকজনের সহায়তায় বর্ণিত আসামীগণকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত ১নং আসামীর হেফাজত হতে ছিনতাই হওয়া স্বর্ণের চেইনটি উদ্ধার পূর্বক উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সম্মুখে জব্দ করে পুলিশ হেফাজতে গ্রহণ করা হয়।
এই ঘটনায় বাদীর এজাহারের প্রেক্ষিতে সোনাডাঙ্গা মডেল থানার মামলা নং-০৬, তারিখ-১১/০১/২০২৪ খ্রিঃ, ধারা-৪/৫ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ রুজু করা হয়েছে।