1. jhramjan88385@gmail.com : bbarta :
  2. muhammadalomgir350@gmail.com : Muhammad Aaomgir : Muhammad Aaomgir
  3. abrahim111099@gmail.com : Bikal Barta :
ডিবি পরিচয়ে বাসে ছিনতাই, সেনাবাহিনী হাতে দুজন আটক - Bikal barta
১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| সকাল ৬:২২|

ডিবি পরিচয়ে বাসে ছিনতাই, সেনাবাহিনী হাতে দুজন আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশিত সময় রবিবার, নভেম্বর ৩, ২০২৪,
  • 85 জন দেখেছেন

 

নিজস্ব প্রতিনিধি: নেত্রকোনায় বাসের পথরোধ করে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ছিনতাইকালে দুজনকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। রবিবার (৩ নভেম্বর) বিকেলে ৩টার দিকে আটককৃতদেরকে দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় জেলা আদালতে প্রেরণ করেছে পূর্বধলা থানা-পুলিশ।

 

আটক দুজন হলেন- ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ এলাকার আ. হালিম মাষ্টারের ছেলে আল মামুন (৪৪) এবং একই উপজেলার চরপাড়া গ্রামের হাজী জয়নাল আবেদীনের ছেলে মো. খাইরুল ইসলাম (৪২)।

 

সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের ৭৭ ব্রিগেডের আওতাধীন ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেত্রকোনা জেলায় দায়িত্বরত সেনা কর্মকর্তা মেজর জিসানুল হায়দার এতথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, শনিবার দিনগত রাত পৌনে ১১টার দিকে হামিদপুর বাজার এলাকা রাস্তা অবরোধ করে নেত্রকোনা থেকে ঢাকাগামী একটি সেন্টমার্টিন পরিবহন নামক বাস পথরোধ করে। ডিবি পরিচয়ে আটক দুজন যাত্রীদের চেকিং করে।

 

এ সময় রাস্তায় যানঝট দেখে সেনাবাহিনীর টহল এগিয়ে আসে। পালানোর চেষ্টাকালে সেনা সদস্যরা দুজন সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয়। তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করে সেনাবাহিনীর টহল দলটি। আটক দুজনকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তরের কথা জানান এই সেনা কর্মকর্তা।

 

পূর্বধলা থানার ওসি মো. রিয়াদ মাহমুদ জানান, আটক দুজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ (রবিবার) ৩টার দিকে তাদেরকে জেলা আদালতে প্রেরণ করার কথা বলেন তিনি।

আপনার সামাজিক মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
© All rights reserved © 2024 bikal barta
error: Content is protected !!