*নিজস্ব প্রতিনিধি (দ্বীপক চন্দ্র সরকার), নেত্রকোণা:*
সারা দেশে সাংগঠনিক কাঠামো বিস্তৃত করার অংশ হিসেবে এবার নেত্রকোণায় ২৫৪ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। জেলা পর্যায়ে এটি তাদের পঞ্চম আহ্বায়ক কমিটি।
গতকাল সোমবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে নেত্রকোনা জেলার আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়।
সারা দেশে সাংগঠনিক কাঠামো বিস্তৃত করার অংশ হিসেবে এবার নেত্রকোণায় ২৫৪ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। জেলা পর্যায়ে এটি তাদের পঞ্চম আহ্বায়ক কমিটি। কমিটির মুখপাত্র করা হয়েছে আবু আব্বাস কলেজের শিক্ষার্থী সাবা সরকার তৌওশীকে। এ ছাড়া কমিটিতে যুগ্ম আহ্বায়ক ৪২ জন, যুগ্ম সদস্য সচিব ৪৪, সংগঠক ৫২ ও ১১২ জনকে সদস্য করা হয়েছে।
আগে ২ নভেম্বর কুষ্টিয়ায় ১১১ ও নড়াইলে ৫১; ৩ নভেম্বর চুয়াডাঙ্গায় ১০১ ও ১০ নভেম্বর সুনামগঞ্জে ৯৯ সদস্যের কমিটি করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। প্রতিটি কমিটিই ছয় মাস মেয়াদে অনুমোদন দেওয়া হয়।