আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ সিলেট থেকে :
জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের সুপ্রাকান্দি গ্রামের মৃত আবুল কালামের বড়ছেলে দিনমজুর শরীফ আহমদ (৩২) কে জকিগঞ্জ সোসাইটি অব ইউএসএ ইনকের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা তহবিল থেকে ১ লক্ষ ৮ হাজার টাকার মধ্যে প্রথম কিস্তির ৫০ হাজার টাকা প্রদান করলেন সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র প্রবাসী মো. আব্দুল বাছিত। শুক্রবার বাদ জুমা বীরশ্রী ইউনিয়নে সুপ্রাকান্দিতে এলাকাবাসীর উপস্থিতিতে অসুস্থ শরীফ আহমদ ও তার ছোট ভাই জামিলের কাছে এ সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সোনাপুর মাজহারুল উলূম আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক আব্দুল বাছিত বিয়াবালী, জকিগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হালিম, আব্দুল আলীম, নিউইয়র্ক প্রবাসী আবিদুর রহমান, সুপ্রাকান্দি গ্রামের মুরুব্বী মুখলিছুর রহমান লুকুস প্রমুখ।উল্লেখ্য, শরীফ আহমদ প্রায় ১০ মাস থেকে ডানপায়ের আঙুলে ইনফেকশন জনিত কারনে মানবেতর জীবনযাপন করছেন। চিকিৎসকেরা জানিয়েছেন পা কেটে ফেলতে হবে নতুবা উন্নত চিকিৎসার জন্য ঢাকার যেতে হবে।নদীভাঙনে বাড়ীঘর হারিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নেয়া দিনমজুর শরীফের পক্ষে ব্যায়বহুল এই চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব নয়। যেখানে পরিবার পরিজন নিয়ে সংসার চালাতে রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে। এজন্য যোগাযোগ করেন আমেরিকা প্রবাসী জকিগঞ্জ সোসাইটি ইউএসএ ইনক এর ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল বাছিতের সঙ্গে। তিনি জকিগঞ্জ সোসাইটির সভাপতি কবির চৌধুরী ও সেক্রেটারি নজরুল ইসলামের সাথে আলাপ করে সোসাইটির পক্ষ থেকে শরীফের চিকিৎসার জন্য ১ লক্ষ ৮ হাজার টাকার ব্যবস্থা করেন। আজ বাদ জুমা সুপ্রাকান্দি গ্রামে প্রবাসী আব্দুল বাছিতের বাড়ীতে এই টাকার প্রথম কিস্তি তুলে দেন শরীফ আহমদের হাতে। পরবর্তী তিন মাসের মধ্যে বাকী টাকা তার কাছে দেয়া হবে।
প্রবাসী সংগঠন জকিগঞ্জ সোসাইটি অব ইউএসএ ইনকের এই চিকিৎসা সহায়তা পেয়ে দিনমজুর শরীফ ও তার ভাই জামিল সহ এলাকার মানুষ কৃতজ্ঞতা জানান নেতৃবৃন্দের প্রতি। এলাকাবাসী প্রত্যাশা করেন ভবিষ্যতেও এরকম সহযোগিতা অব্যাহত রাখবে জকিগঞ্জ সোসাইটি অব ইউএসএ ইনক।