মোঃ মামুন আলী ঝিনাইদহ জেলা প্রতিনিধি :
শনিবার ১৬ নভেম্বর সকাল ১০ ঘটিকায় হলিধানী ইউনিয়ন বিএনপি’র দলীয় কার্যালয়ে, উক্ত অনুষ্ঠানটি সংঘটিত হয়। অনুষ্ঠানে আলোচ্য বিষয় ছিল :
১: নবগঠিত মহিলা দলের প্রত্যেক ওয়ার্ড কমিটির সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে ইউনিয়ন বিএনপি এর মূল দলের সাথে পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় সংক্রান্ত আলোচনা।
২.আগামী জাতীয় নির্বাচনকে সার্থক করতে প্রত্যেক গ্রামে মহল্লায় মহল্লায় ভোটের টিম গঠন করা।
৩. ইউনিয়ন মহিলা দলের সম্মেলন সংক্রান্ত আলোচনা।
৪. প্রত্যেক গ্রাম থেকে এক নিষ্ঠ নেতা নির্বাচন করে ইউনিয়ন কমিটি গঠন করা।
৫. সম্ভব হলে দলীয় ব্যানারে প্রত্যেক গ্রামে মৃত ব্যক্তির গোসল দেওয়ার গোসল কমিটি এবং বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসার সুব্যবস্থা করা।
৬. সর্বোপরি নবগঠিত নেত্রী ও কর্মীদের সক্রিয় রাখা।
উক্ত সভায় উপস্থিত ছিলেন মোছা: ফাহিমা খাতুন(যুগ্ন আহবায়ক১, ঝিনাইদহ সদর থানা মহিলা দল), মোছা: মালা খাতুন ( সদস্য,ঝিনাইদহ সদর থানা মহিলা দল), মোছা: লতিফা খাতুন ( সদস্য,ঝিনাইদহ সদর থানা মহিলা দল) এবং হলিধানী ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ড কমিটির মহিলা দলের নবগঠিত সভাপতি মন্ডলী ও সাধারণ সম্পাদক বৃন্দ।
সবশেষে সভাপতি সাহেবা সকলকে ধন্যবাদ জানিয়ে উক্ত সভার সমাপ্তি ঘোষণা করেন।