চিরির বন্দর প্রতিনিধি: দিনাজপুর চিরির বন্দর উপজেলার রাণীর বন্দরে পেশাজীবী ফোরাম কর্তৃক মতবিনিময় ও আলোচনা সভা আয়োজন করেন। রানীর বন্দর ব্যবসায়ী সংগঠন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব আফতাব উদ্দিন মোল্লা সাবেক উপজেলা চেয়ারম্যান চিরির বন্দর দিনাজপুর।
সভাপতিত্ব করেন মোঃ সাদিকুল ইসলাম সাধারণ সম্পাদক পেশাজীবী ফোরাম,রানির বন্দর, চিরির বন্দর, দিনাজপুর সঞ্চালনায় মোঃ মোশারফ হোসাইন পেশাজীবী ফোরাম, রানির বন্দর, চিরির বন্দর,দিনাজপুর।
আরো উপস্থিত ছিলেন মোঃ মকবুল মুন্সি সহ স্থানীয় ব্যবসায়িক বৃন্দ।