স্টাফ রিপোর্টারঃ মোঃ গোলাম মোরশেদ:
জয়পুরহাটের পাঁচবিবিতে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মাওলানার প্রতিষ্ঠিত মহীপুর হাজী মহসীন সরকারী কলেজের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে কলেজ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর আখতার জাহান দুলারী। সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা বিভাগের প্রধান প্রফেসর সাজ্জাদ হোসেন। বক্তব্য রাখেন ইসলামের ইতিহাস বিভাগের প্রধান প্রফেসর এ,এন,এম মাহফুজুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শফিকুর রহমান ও সহকারী অধ্যাপক কামাল হোসেন প্রমুখ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন কলেজ জামে মসজিদের ইমাম মাওঃ আছির উদ্দিন। অপর দিকে দুপুরে মাওলানার পুত্র সাবেক খাদ্য প্রতিমন্ত্রী আবু নাছের খান ভাসানীর প্রতিষ্ঠিত মহীপুর মাওঃ ভাসানী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে স্থানীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, শিক্ষক সিরাজুল ইসলাম, সাদ্দাম হোসেন, আসুজ্জামান, সাজিউল ইসলাম প্রমুখ। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন বিদ্যালয়ের মাওলানা শিক্ষক বজলুর রশিদ। এছাড়াও মহীপুর ভাসানী স্মৃতি সংসদের আয়োজনে ও আটাপুর ইউপি চেয়ারম্যন আ.স.ম সামছুল আরেফীন আবু চৌধুরীর সার্বিক সহযোগীতায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে, অনুষ্ঠান পরিচালনায় ছিলেন স্মৃতি সংসদের আবু নাছের, এদিকে মাওলানার স্মৃতি বিজড়িত বীরনগর তার শশুড় বাড়ি সংলগ্ন নিজ কন্যার বাড়িতে মাওলানা ভাসানী স্বপ্নবাস্তবায়ন পরিষদের উদ্যোগে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য মাওলানা ভাষানী আফ্রো—এশিয়া, লাতিন আমেরিকার নির্যাতিত—নিপীড়িত মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন। তিনি আজীবন সংগ্রামী, সা¤্রাজ্যবাদ বিরোধী মজলুম জননেতা হিসেবে পরিচিত ছিলেন। ১৯৭৬ সালের ১৭ নভেম্বর ৯৬ বছর বয়সে মৃত্যুর পর তাঁর নিজ গ্রামের বাড়ি টাঙ্গাইলের সন্তোষে চির নিদ্রায় সাহিত আছেন। ১৮৮০ সালের ১২ই ডিসেম্বর সিরাজগঞ্জের ধান গড়া গ্রামে হাজী শরাফত আলী খান ও মাতা মজিরণ বিবির ২য় সন্তান হিসেবে জন্ম গ্রহণ করেছিলেন। তাঁর রাজনৈতিক ও কর্মময় এবং বৈবাহিক জীবনের উল্লেখ্যযোগ্য সময় পাঁচবিবির মহিপুর গ্রামে কাটিয়ে ছিলেন। আজও তাঁর স্মৃতি ধারণ করে আছে পাঁচবিবির মহীপুর হাজী মহসীন সরকারি কলেজ, উপজেলা হাসপাতাল ও মাওলানা ভাসানী উচ্চ বিদ্যালয় এবং অনুরাগি ভক্তদের ভাষানী স্মৃতি সংসদ।