হবিগঞ্জ থেকে,শেখ আমিনুল ইসলাম মানিক,জাতীয় দৈনিক বিকাল বার্তা, স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জের বাহুবল উপজেলার বিতর্কিত ফেসবুক আইডি বাহুবলের কাঠের কেল্লা’র এডমিন সনাক্ত!! দৃষ্টান্তমূলক শাস্তি চান বাহুবল উপজেলাবাসি
বাহুবল উপজেলা তথা হবিগঞ্জ জেলায় বিতর্কিত ফেসবুক আইডি ” বাহুবলের কাঠের কেল্লা’র এডমিনকে সনাক্ত করে বিতর্কিত আইডির এডমিন জাহাঙ্গির এর বিরুদ্ধে সমন করেছে সিলেট সাইবার ট্রাইব্যুনাল আদালত। বিভিন্ন সূত্রে জানা যায়, গত বছর ২০২৩ সালের শুরুর দিক থেকে বিতর্কিত এ আইডি বাহুবল উপজেলার বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিবর্গ, সাংবাদিক ও আলেম ওলামাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের বিরুদ্ধে হয়রানী ও মানহানীকর পোস্ট করে আসছিল। কারো ছবি ব্যাবহার করে, কারো মোবাইল নাম্বার ব্যাবহার করে মনগড়া মিথ্যে বানোয়াট ও ভিত্তিহীন পোস্ট করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করে আসছিলো। এতে বাধ্য হয়ে গত বছর ২০২৩ সালে পুটিজুরী ইউপি চেয়ারম্যান মোঃ মুদ্দত আলী, ইউপি সদস্য আবুল কালাম, ইউপি সদস্য ও বিএনপি নেতা মর্তুজ আলী লিটন বাদী হয়ে সিলেট সাইবার ট্রাইব্যুনাল আদালতে পৃথক মামলা করেন। এতে পুটিজুরী ইউপি চেয়ারম্যান এর মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ( পিবিআই) ও ইউপি সদস্য আবুল কালাম ও মর্তুজ আলী লিটন এর মামলাটি বাহুবল মডেল থানা পুলিশ কে দায়িত্ব দেয়া হয়। দীর্ঘ তদন্ত শেষে ফেসবুক কোম্পানি মেটা’র দেয়া তথ্যসহ, ফরেনসিক রিপোর্টে পাওয়া তথ্যের ভিত্তিতে গত ১০ সেপ্টেম্বর ২৪ ইং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ( পিবিআই) এর এস আই আব্দুল আহাদ বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের আব্দানারায়ন গ্রামের ইছাক মিয়ার পুত্র দুবাই প্রবাসী জাহাঙ্গীর মিয়া ( ২৩) কে আসামী করে আদালতে চার্জশীট প্রদান করলে আদালত তার বিরুদ্ধে ১৩ নভেম্বর ২০২৪ ইং সমন জারি করে।
বিতর্কিত এ আইডির মূল হোতা জাহাঙ্গীর সনাক্ত হওয়ার সাথে সাথে তার বিরুদ্ধে ক্ষেপে উঠে বাহুবল উপজেলাবাসি। দলমত নির্বিশেষে সকলেই এই দুষ্কৃতকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।