স্টাফ রিপোর্টারঃ: মোঃ গোলাম মোরশেদ: পাঁচবিবি উপজেলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা আজ বুধবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আফরোজ আকতার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন,পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ কাওছার আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, নছির মন্ডল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমান উদ্দিন, বাগজানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল হক, এনজিও সমন্বয় পরিষদের সভাপতি আয়শা আকতার,ছাত্র প্রতিনিধি আল মামুন সানি, আহসান নাহিদ, রবিউল ইসলাম, আজিজুর রহমান, সোহাগ পারভেজ , আলিফ মণ্ডল সহ পাঁচবিবি মডেল প্রেসক্লাব সহ উপজেলার সকল প্রেসক্লাবের সাংবাদিক বিন্দু । সভায় বক্তারা মাদক নিয়ন্ত্রণ, ট্রাফিক পুলিশ ব্যবস্থা চালু, জমির উর্বরমাটি কর্তন বন্ধ, অবৈধ্য বালু উত্তোলন বন্ধ, জোরপূর্বক জমির ধান কর্তন, ফুটপাতে অবৈধ দোকান উচ্ছেদ, বেপরোয়া ড্রাইভিং, অনলাইন জুয়া বন্ধ, আলু বীজ সিন্ডিকেট, রাসায়নিক সার সুষ্ঠুভাবে বিক্রয় ও শিক্ষার্থীদের স্মার্ট ফোন ব্যবহারে সতর্কতাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন এবং তা সমাধানের আশ্বাস প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।