মোঃ আল আমিন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছিনতাইকৃত ২২টি মোবাইল ফোনসহ মোছাঃ ইশা আক্তার(২০) নামে এক যুবতী ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২০ নভেম্বর) উপজেলার সীমান্তবর্তী বাউতলা গ্রাম থেকে ছিনতাইকারী যুবতীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ইশা আক্তার উপজেলার মোগড়া ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামের জজ মিয়ার মেয়ে ও পার্শবর্তী বাউতলা গ্রামের জামাল হোসেনের স্ত্রী। জানতে চাইলে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল হাসিম বলেন, গত ১৭ নভেম্বর দুপুর ২ঃ৪৫ মমিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়া ষ্টার ডিস্ট্রিবিউশন কোম্পানীর মোঃ মাহফুজুর রহমান নামের একজন সেলসম্যান কোম্পানীর ২৯ টি নতুন বক্সসহ মোবাইল ফোন ও নিজস্ব ১টি মোবাইল ফোন এবং কোম্পানীর নগদ ৬৩,৬৪০ টাকা ও নিজস্ব ৭৪০ টাকা নিয়ে আখাউড়া সড়ক বাজার থেকে একটি সিএনজি যোগে ব্রাহ্মণবাড়িয়া শহরে যাওয়ার পথে আখাউড়া খড়মপুর বাইপাস সড়ক থেকে সিএনজি চালকসহ আরো দুই ছিনতাইকারী মাহফুজুর রহমানককে অস্ত্রের মুখে জিম্মি করে নির্জনস্থানে নিয়া ৩০ টি মোবাইল ও নগদ ৬৪,৩৮০ টাকা ছিনতাই করে সিএনজি যোগে পালিয়ে যায়। পরে ষ্টার ডিস্ট্রিবিউশন কোম্পানীর মোঃ মাহফুজুর রহমান বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করে। এরই পরিপেক্ষিতে বুধবার পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে লুন্ঠিত মোবাইলের মধ্যে ২২ টি মোবাইলসহ মোছাঃ ইশা আক্তারকে গ্রেফতার করা হয়। এবং উদ্ধারকৃত মোবাইলসহ জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।