স্টাফ রিপোর্টার মোঃ শিপন:
আমিনপুর থানাধীন জাতসাখীনি ইউনিয়নের কাশিনাথপুর ফুলবাগান মোড় হতে একটি অটো রিক্সা নিয়ে চালক পুষ্প (৪০), পিতা- মন্টু মিয়া ,গ্রাম- সিন্দুরী, থানা- আমিনপুর, জেলা- পাবনা একজন অজ্ঞাতনামা যাত্রীসহ কাজিরহাটের উদ্দেশ্যে রওনা হয়ে পথিমধ্যে আবুল খার মোড়ে ১৯:৩০ ঘটিকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আমিনপুর বাজার হতে কাশিনাথপুরের দিকে আসার সময় একটি লাল রংয়ের পালসার মোটরসাইকেল যার রেজিস্ট্রেশন নম্বর পাবনা -ল-১২-০১১৭ এর চালক পরশ (২০), পিতা -শহিদুল, গ্রাম- নয়াবাড়ি, থানা-আমিনপুর ,
জেলা- পাবনা এবং মোটরসাইকেল আরোহী ১।শিহাব (১৮), পিতা- শামীম,২। সাব্বির (১৯), পিতা -অজ্ঞাত, উভয় গ্রাম- নয়াবাড়ি, থানা- আমিনপুর, জেলা-পাবনা সহ উক্ত অটো রিক্সার সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটো রিক্সা চালক পুষ্প ও অটো রিক্সার অজ্ঞাতযাত্রী এবং মোটরসাইকেল চালক পরশ ও মোটরসাইকেল আরোহী শিহাব (১৮) ,সাব্বির (১৯) গুরুতর আহত হয়। তাদেরকে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে কাশীনাথপুর ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে অটো রিক্সা চালক পুষ্প (৪০) এবং মোটরসাইকেল চালক পরশদ্বয়ের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের পাবনা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। ভিকটিম পুষ্পকে এম্বুলেন্স যোগে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পুষ্প মারা যায়। ভিকটিম পরশকে পৃথক অ্যাম্বুলেন্স যোগে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত ব্যক্তিদ্বয়ের আত্মীয়-স্বজন লাশ নিয়ে পৃথক পৃথক অ্যাম্বুলেন্স যোগে আমিনপুর থানাধীন নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা করেছে। উল্লেখ্য যে, আহত ৩ জন কাশীনাথপুর ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসা আছে।
তথ্য ডিএসবি।