সিলেট অফিস: সিলেট নগরের কুমারগাঁওয়ে টিলা কেটে ঘর নির্মাণের অভিযোগে নয়জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার সিলেট বিমানবন্দর থানায় মামলাটি করেন পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের পরিদর্শক মো. মামুনুর রশিদ। মামলায় তাঁদের বিরুদ্ধে ৪৮ হাজার ৭২ ঘনফুট টিলার মাটি কাটা ও অপসারণের অভিযোগ আনা হয়েছে। মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার আসামিরা হলেন সুনামগঞ্জের তাহিরপুর বানিয়াগাঁও গ্রামের সুভাষ পাল (৪৭), সিলেটের টিলারগাঁও আখালিয়ার সুহেল মিয়া (৩২), সিলেটের গোলাপগঞ্জ সুপাটেক গ্রামের প্রিয়তোষ দাস (৪৫), সিলেট বিমানবন্দর থানার টিলারগাঁও আখালিয়া এলাকার রুহেল মিয়া (৪০), তাঁর ভাই কয়েছ মিয়া (৪১), সুনামগঞ্জের দিরাই উদনপুর গ্রামের মোফাজ্জল হোসেন (৫০), একই গ্রামের আহমদ আলী (৪৬), টিলারগাঁও আখালিয়ার মো. জাহাঙ্গীর (২৭) ও একই এলাকার আবদুল্লাহ (২৫)। তাঁদের মধ্যে সুভাষ পালকে গ্রেপ্তার দেখানো হয়েছে।