1. jhramjan88385@gmail.com : bbarta :
  2. muhammadalomgir350@gmail.com : Muhammad Aaomgir : Muhammad Aaomgir
  3. abrahim111099@gmail.com : Bikal Barta :
সিলেট মহানগরীর যানজট নিরসনে সিসিক মেয়রের কাছে সিলেট কল্যাণ সংস্থার স্মারকলিপি প্রদান - Bikal barta
৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ| ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ| শীতকাল| বুধবার| রাত ৮:৫১|
সংবাদ শিরোনামঃ
জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার! আজ মতিয়ারা মুক্তার জন্মদিন মর্যাদার শোকজ খোকসা মডেল টাউনে লাশ উদ্ধারের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২ আসামি, ভ্যান উদ্ধার শেরপুর জেলায় মিষ্টি আলু রপ্তানি হচ্ছে জাপানে পবিত্র শবে বরাত এর ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। আজ শেখ হাসিনার ট্রেনে গুলি মামলায় বাবলু, আখতার,পিন্টু সহ ফাঁসির দন্ডীত ০৯ জনসহ ৪৭ জন খালাস পাচ্ছে বিএনপি নেতাকর্মী। মুসলিম হয়েও পবিত্র কোরআন পুড়ে ফেলার অভিযোগ উঠেছে সুজন নামে এক যুবকের বিরুদ্ধে চট্টগ্রাম বন্দরনগরীকে হেলদি এবং গ্রীন সিটি রূপান্তর করতে চাই: ডাঃ শাহাদাত হোসেন সিলেটের তিন মামলায় সাবেক মন্ত্রী ইমরান গ্রেফতার

সিলেট মহানগরীর যানজট নিরসনে সিসিক মেয়রের কাছে সিলেট কল্যাণ সংস্থার স্মারকলিপি প্রদান

রিপোর্টারের নাম
  • প্রকাশিত সময় সোমবার, জানুয়ারি ১৫, ২০২৪,
  • 54 জন দেখেছেন

 তোফায়েল আহমদ : সিলেট বিভাগীয় ব্যুরো চীফ সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিকস’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা (সিবিযুকস) ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা (সিপ্রকস) এর যৌথ উদ্যোগে রোববার (১৪ জানুয়ারী ২০২৪) বেলা ১১ ঘটিকায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বরাবরে সিলেট মহানগরীর যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান আজিজ, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, প্রচার সম্পাদক মোঃ ফোজায়েল আহমদ, সিবিযুকস’র সিলেট জেলা কমিটির সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন, সিবিযুকস’র মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাসেল সহ নেতৃবৃন্দদের মধ্য থেকে উপস্থিত ছিলেন মোঃ নাজমুল হুসাইন, মোহাম্মদ সাজ্জাদ খান, দিপক কুমার মোদক বিলু, মোঃ মকবুল চৌধুরী, মিল্লাত আহমদ, মোঃ উজ্জল আহমদ, মোহাম্মদ আলী, মোঃ বাবলু মিয়া, মোঃ মহিবুর রহমান মুহিব ও মাসুদ আহমদ। স্মারকলিপির বিষয়বস্তুঃ সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন-২০২৩ এ বিপুল ভোটে বিজয়ী হয়ে মেয়র পদে অধিষ্টিত হওয়ায় আপনাকে সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আপনার ঐকান্তিক প্রচেষ্টায় সিলেট মহানগরীর সুনির্দিষ্ট সবধরণের সমস্যা দুর হবে বলে আমরা নগরবাসী আশাবাদী। হযরত শাহজালাল (রহঃ) ও হযরত শাহপরাণ (রহঃ) এর আধ্যত্মিক স্মৃতি বিজড়িত পূর্ণভূমি সিলেটে প্রতিদিন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পর্যটনপ্রেমী পর্যটক সহ বাংলাদেশী প্রবাসীরা শিকড়ের টানে সিলেট মহানগরীতে আসেন। নগরীর গুরুত্বপূর্ণ প্রায় এলাকায় যত্রতত্র গাড়ি পাকিংয়ের ফলে ব্যাপক যানজট সৃষ্টি হয়। যানজটের ফলে সিগনালের মধ্যে গাড়ির দীর্ঘ সারি তৈরী হয়। এতে যানজটে যানবাহন নিয়ে চলচলে সর্বস্তরের নাগরিকসহ পর্যটকদের প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হয়। সিলেট নগরীর বিভিন্ন সৌন্দর্য উপভোগে ঘুরতে আসেন বিনোদনপ্রেমী মানুষেরা। বাইরের জেলা থেকে আসা মানুষেরাও সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমান বিভিন্ন বিনোদন কেন্দ্রে। অথচ বিনোদন কেন্দ্রের সড়কের দুই পাশ দখল করে রেখেছে বিভিন্ন ধরণের যানবাহন। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় বিভিন্ন ধরণের গাড়ির স্ট্যান্ডে পরিণত হয়েছে। নগরীর কতিপয় বিপণী কেন্দ্রে নিজস্ব পার্কিং ব্যবস্থা না থাকায় রাস্তাকে পার্কিং হিসেবে ব্যবহার করা হচ্ছে। প্রায় রাস্তায় নির্মাণ সামগ্রী রেখে অনাকাংঙ্খিত যানজটন সৃষ্টি করা হয়। যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে সিলেট শহর যানজটের নগরীতে পরিণত হয়েছে। নগরীর বন্দরবাজার, মহাজনপট্রি, কালিঘাট, জিন্দাবাজার, জল্লারপার, চৌহাট্রা, আম্বরখানা, রিকাবীবাজার স্টেডিয়াম মার্কেট, সুবিদবাজার, কাজলশাহ, লামাবাজার, জিতুমিয়ার পয়েন্ট, তালতলা, ধোপাদিঘিরপাড়, ভার্থখলা, কদমতলী, মেন্দিবাগ পয়েন্ট, মিরাবাজার, শিবগঞ্জ, টিলাগড়, মেজরটিলা, শাগহপরাণ সহ প্রায় প্রতিটি অলিগলির রাস্তায় বেশিরভাগ সময়ই অবৈধ গাড়ি পাকিংয়ের কারণে যানজট লেগেই থাকে। এসব অবৈধ গাড়ি পাকিং ও যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়ছেন ঘুরতে আসা সাধারণ মানুষ ও পর্যটকেরা। সিলেট মহানগরীর সর্বসাধারণের সুবিধার্থে আধ্যাত্মিক রাজধানী পর্যটন নগরী সিলেটের অবৈধ গাড়ি পাকিং ও যানজট নিরসনে বাস্তবভিত্তিক কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য আপনার সুদৃষ্টি কামনা করছি। যানজট নিরসনে সুপরিকল্পিত ও দূরদর্শিতাপূর্ণ বাস্তবভিত্তিক মাঠ পর্যায়ে পদক্ষেপ গ্রহনে আপনার মর্জি হয়।

আপনার সামাজিক মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
© All rights reserved © 2024 bikal barta
error: Content is protected !!