কে এম বেলাল প্রতিনিধি পাথরঘাটা (বরগুনা) বরগুনার পাথরঘাটায় বৈষম্যহীন সাংবাদিকতা প্রতিষ্ঠায় পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের ২০২৫ সালের পরিচলনা কমিটি গঠিত হয়েছে। গতকাল (২৫ নভেম্বর) সন্ধ্যাকালীন সময়ে উপজেলা প্রেসক্লাবের হল রুমে ১২ সদস্যের কার্যনির্বাহী কমিটির মধ্যে ৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সময়ের সদস্য দৈনিক নয়া দিগন্ত পত্রিকার পাথরঘাটা সংবাদদাতা জসিম উদ্দিন ,দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার পাথরঘাটা প্রতিনিধি বদরুল আহসান সাকিবকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া উপজেলার পেশাজীবী গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এবং মতামতের ভিত্তিতে গঠিত ৯ সদস্যের আংশিক কমিটির অন্যান্যরা হলেন সহসভাপতি মো. আরিফ তৌহিদ, যুগ্ন-সাধারণ সম্পাদক মো. মহিবুল, সাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলাম শুভ, কোষাধ্যক্ষ নুরুজ্জামান আলমাস, দপ্তর সম্পাদক মোঃ ফিরোজ, নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন জয় বিশ্বাস,ও সদস্য নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম কাকন। এর আগের কমিটিতে জয় বিশ্বাস সভাপতি ও আরিফ তৌহিদ সাধারণ সম্পাদক ছিলেন। কমিটির মেয়াদ শেষ হওয়ায় নির্বাচিত নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।