স্টাফ রিপোর্টার: সমাজ ও মানব কল্যাণ মূলক স্বেচ্ছাসেবী সংগঠন আমানের উদ্যোগে ও বিদ্রোহী The Nazrul Centre এর সহযোগিতায় ১৪ জানুয়ারি ২০২৪ রবিবার সন্ধ্যায় আমান মিলনায়তনে সংগঠনের এক্সিকিউটিভ ডিরেক্টর, বিশিষ্ট এনজিও ব্যক্তিত্ব ও বরেণ্য শিক্ষাবিদ ডক্টর মোঃ আবু ইউসুফ এর সভাপতিত্ব স্বাস্থ্য বিষয়ক এক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয় । সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান গ্লোবাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য আন্তর্জাতিক খ্যাতিমান দার্শনিক প্রফেসর ড.আনিসুজ্জামান। সেমিনারে প্রধান আলোচক হিসাবে বক্তব্য উপস্থাপন করেন আমেরিকার প্রখ্যাত চিকিৎসাবিদ, খাদ্য ও পুষ্টি বিশেষজ্ঞ, মানবিক দার্শনিক ডা: চার্লস ডেভিড। তিনি স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বিশেষ করে Lifestyle Change, খাদ্যাভ্যাস পরিবর্তন, পুষ্টিকর খাদ্য গ্রহণ, অস্বাস্থ্যকর খাদ্য পরিহার, মেডিসিনের অধিক নির্ভরশীলতা কাটানো এবং ডায়বেটিস নিয়ন্ত্রণ সহ আরো গুরুত্বপূর্ণ বিষয়ে ধারণা দেন। তিনি White Poison তথা চিনি সম্পূর্ণভাবে পরিহার করার পরামর্শ দেন। তিনি আরো বলেন, শুধু মাত্র খাদ্যাভ্যাস পরিবর্তন করে ৭৫% রোগ ও শারীরিক জটিলতার সমাধান সম্ভব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ, গণমাধ্যম ব্যক্তিত্ব ও আমানের উপদেষ্টা মুহাম্মদ আতা উল্লাহ খান, বরেণ্য নজরুল গবেষক ও শিক্ষাবিদ প্রফেসর ড. শহীদ মনজু, অল বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটি এর মহাসচিব ইঞ্জিনিয়ার মোঃ ফজলুল হক, কথা সাহিত্যিক ইসমাইল হোসেন ইসমি, জাতীয় জাগো জয়িতা ফাউন্ডেশন এর চেয়ারম্যান মিসেস মমতা রোজারিও, আমান এর উপদেষ্টা ড. মোঃ মিজানুর রহমান, আমান এর সিনিয়র ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম, আমানের মানবকল্যাণ কার্যক্রম সম্পর্কে প্রেজেন্টেশন প্রদান করেন মোঃ আব্দুল আহাদ, আমান এর ডেপুটি ম্যানেজার প্রোগ্রাম এন্ড ফান্ড্রাইসিং শেখ মুহিত মোস্তফা, ডেপুটি ম্যানেজার লিয়াজো আমান মোঃ হুমায়ুন কবির, আমান এর হেড অব এডমিন মোঃ আব্দুল কাইয়ুম প্রমূখ। সেমিনার শেষে আমানের সমাজ ও মানব কল্যাণমূলক কার্যক্রমের ও ভবিষ্যৎ পরিকল্পনার স্লাইড শো প্রদর্শিত হয়।