মোঃ আবু তালেব নবীগঞ্জ থেকে:
নবীগঞ্জ উপজেলা সমাজকল্যান
অফিসের বিল্ডিং এর ছাদের ওপরে গাছের পাতা ও বৃষ্টির পানি জমে ঘাস জন্ম নিয়েছে। দেখার যেনো কেউ নেই । উপজেলার অধীন সরকার কর্তৃক নির্মিত যত বিল্ডিং এর ছাদ আছে , প্রত্যেকটি ছাদেই গাছের পাতা সহ ও বৃষ্টির পানি জমে ঘাস জন্ম ও গেউর পড়ে বিল্ডিং এর ছাদ ডেমেজ হয়ে গেছে। এই বিল্ডিং এর রক্ষণাবেক্ষনের দায়িত্ব কে নেবে ? কে এই দায়ভার গ্রহন করবে? সংশ্লিষ্ট উবর্ধতন কর্তৃপক্ষ, না সাধারন জনগণ এই দায়ভার গ্রহন করবে? অফিসের নিচে ঠিকই বড় বড় উচু চেয়ার ব্যাবহার করা হচ্ছে, কিন্তুু ঘরের ছাদের ওপর নোংড়া আবর্জনা হয়ে বিল্ডিং এর বেহাল অবস্হা দেখা যাচ্ছে। যারফলে বিল্ডিংটি পরিত্যক্ত অবস্হায় রয়েছে। মনে হয় বিল্ডিং এর ছাদের ওপর কোনো দিন কেউ পরিস্কার করে নাই। উপজেলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কেউ কোন দিন নজর দৃষ্টি দেয়নি। সরেজমিনে দেখা যায়, নবীগঞ্জ উপজেলা শিক্ষা অফিস সহ সাবেক রাষ্ট্রপতি মরহুম হোসাইন মোহাম্মদ এরশাদের আমলে গড়া ফৌজদারি কোর্ট ভবনের ছাদ, ভবনে সংযুক্ত পুরাতন জেল খানার ভিতরে পরিত্যক্ত অবস্থায়
রয়ে গেছে। বর্তমানে নবীগঞ্জ পৌরসভার অফিস চলমান আছে । 1 পাশে আছে , কৃষি অফিস ভবন, উপজেলা নির্বাচন অফিস ভবনের ছাদ,একটি বাড়ি একটিন খামার ও ব্যাংক ভবনের ছাদ। যুব উন্নয়ন প্রকল্প কর্মকর্তার কার্যালয় ভবন,কপোতাক্ষ ভবনের ছাদ, ও উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) অফিস ভবন, উপজেলার ভিতরে যত সরকারী ভবন রয়েছে, প্রত্যেকটি
ভবনের ছাদের ওপর গাছের পাতা ও বৃষ্টির পানি জমে ঘাস জন্ম নিয়েছে ও নোংড়া আবর্জনা
হয়ে ছাদে গেউর পড়ে বিল্ডিং এর
ভবন নষ্ট হতে যাচ্ছে । অযত্নে ও অবহেলার কারণে সরকারের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হতে যাচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট উবর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন সচেতন মহল ।