হারুন অর রশিদ,স্টাফ রিপোর্টার: জয়পুরহাট কালাই উপজেলা রেজিস্টার অফিস কার্যালয়ের আয়োজনে ২ ডিসেম্বর ২০২৪ সোমবার সকাল ১০ টায় রেজিস্টার অফিস কার্যালয়ে জয়পুরহাট জেলার সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখকদের দক্ষতা বৃদ্ধি, শুদ্ধাচার চর্চাও জবাবদিহিতা জোরদার করনের লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন জেলা অফিসার ডি আর আব্দুল বারী, সদর সাব-রেজিস্টার অফিসার জুয়েল রানা ও কালাই রেজিস্টার অফিসার সামিউল হাসান। অত্র প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন, কালাই উপজেলা রেজিস্টার অফিসের সকল দলিল লেখক। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।