মোঃ আলামিন সরকার, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সোমবার (২ ডিসেম্বর) সকাল ১১ টায় পৌর শহরের রহমতগঞ্জ সংলগ্ন কাঠের পুল এলাকায় আমরা সিরাজগঞ্জবাসীর ব্যানারে মানববন্ধনটি সঞ্চালনা করেন জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ।
এই মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।
এদিকে সাইদুর রহমান বাচ্চু বলেন, কাজিপুর উপজেলা থেকে সিরাজগঞ্জ সদরের একমাত্র প্রধান সড়ক এটি।
এ সড়ক দিয়ে প্রায় কয়েক হাজার মানুষ চলাচল করে। অসুস্থ হলে রোগী পরিবহনও করা হয় এই রাস্তা দিয়ে।
এছাড়াও রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ও মাদরাসাসহ অনেক শিক্ষা-প্রতিষ্ঠান। এই সড়ক দিয়ে চলাচল করা শিক্ষার্থীদের আসা-যাওয়া করতে পরতে হয় চরম ভোগান্তিতে পড়তে হয়। সড়কের বিভিন্ন জায়গায় গর্ত হয়ে যাওয়ার কারণে প্রতিনিয়তই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
এছাড়াও, এ অঞ্চল কৃষি নির্ভর হওয়ায় কৃষি মৌসুমে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গা থেকে আসা পন্যবাহী যানবাহন চলাচলে মারাত্মক সমস্যার সৃষ্টি হয়।
এবং মাঝে মধ্যেই সড়ক দুর্ঘটনার বিভিন্ন মানুষ মারা যায়।
এ অবস্থায় আমরা চাই সড়কটির এই বেহাল দশা থেকে মুক্ত করে অবিলম্বে সড়ক সংস্কার করা হোক। আমরা অনেক বার সড়ক কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখুক। কিন্তু তারা তেমন কোনো কার্যকর ভুমিকা রাখেনি। তাই এই মানব বন্ধন করতে বাধ্য হয়েছি।
এসময় মানব বন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপির দলীয় নেতা-কর্মী, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় এলাকাবাসী।
অপরদিকে মানব বন্ধন শেষে সিরাজগঞ্জ জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।