কে এম বেলাল প্রতিনিধি (পাথরঘাটা বরগুনা)
বরগুনার পাথরঘাটায় মৎস্য সম্পদ ধ্বংসকারী প্রায় ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্যের অবৈধ গোপজল উচ্ছেদ করেছে মৎস্য বিভাগ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বলেশ্বর নদীর টেংরার খাল, বিহঙ্গদীপ ও পদ্মার ভাঙ্গন, উপজেলা মৎস্য দপ্তরের বিশেষ অভিযানে নৌ-পুলিশ ও থানা পুলিশের সহায়তায় মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ গোপজাল উচ্ছেদ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাসিবুল হক এর নেতৃত্বে বলেশ্বর নদী সংলগ্ন এসব স্থান থেকে মৎস্য সম্পদ ধ্বংসকারী ছোট ফাঁসের গোপজালর প্রায় ২৮৫০টি অবৈধ খুটি সহ তিনটি গোপজাল ও একটি ব্যন্দিজাল উচ্ছেদ করা হয়। পরে যথাযথ প্রক্রিয়ায় উচ্ছেদকৃত এসব জাল আগুনে জ্বালিয়ে ধ্বংস করা হয়। এই জাল এবং খুটির বাজার মূল্য প্রায় ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা।
অভিযানকালে পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাসিবুল হক সহ উপজেলার মৎস্য অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তারা, পাথরঘাটা চরদুয়ানী নৌ-পুলিশের এসিস্ট্যান্ট সাবইন্সপেক্টর মাহাবুব ও তার টিম সহ পাথরঘাটা থানার সরকারি উপ-পরিদর্শক (এএসআই) ইমাদুল প্রমুখ।
পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাসিবুল হক জানান, বছরের এই সময়ে জেলেদের মাঝে খুটি দিয়ে নদী ঘেরাও করে ঘোপ জাল ফেলে মাছ ধরার প্রবণতা একটু বেশি থাকে। এই ঘোপ জাল মাছের পোনাসহ অন্যান্য মৎস্য সম্পদ ধ্বংস করে দেয়। এই জাল সহ মৎস্য সম্পদ ধ্বংসকারী সকল অবৈধ ও ক্ষতিকর জাল নির্মূলের লক্ষ্যে মৎস্য দপ্তর বদ্ধ পরিকর। জনস্বার্থে ও দেশের মৎস্য সম্পদের সুষ্ঠু আহরন,নির্বিঘ্ন প্রজনন ও সর্বোচ উৎপাদন নিশ্চিতকরণের লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে।