মো:জসিম হোসেন ক্রাইম রিপোর্টার ঝিনাইদহ। ঝিনাইদহ সদর উপজেলার ১৭নং নলডাঙ্গা ইউনিয়নের শামসুল আলম খান দাখিল মাদ্রাসার সুপার ইকবাল আনোয়ার (উলাদ) যেন সুপারম্যান,তার একাধিক নারি কেলেঙ্কারীর অভিযোগ নিয়েও বহাল তবিয়তে সদর উপজেলার নলডাঙ্গা শামসুল আলম খাঁন দাখিল মাদ্রাসায় অবস্থান করছে। স্থানীয়ভাবে আলোচিত এই সুপার গত শনিবার (৩০ নভেম্বর) নিজ শিক্ষা প্রতিষ্ঠানের দপ্তরী আঃ সালামের স্ত্রীকে কুপ্রস্তাব দিয়ে নতুন করে আলোচনায় এসেছে এই সুপার । ইতিপূর্বে কালীগঞ্জ উপজেলার দুলাল মুন্দিয়া গাজেম আলী দাখিল মাদ্রাসা ছুটির পরে ৯ম শ্রেনীর এক ছাত্রীকে জড়িয়ে ধরার অপরাধে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিতাড়িত হয়। এছাড়া কালীগঞ্জ পৌরসভাধীন আড়পাড়া ও ঝিনাইদহে নারী কেলেঙ্কারিসহ হাতে নাতে আটক হয়ে সমালোচিত হয়েছেন এই সুপার।