আব্দুস শহীদ শাকির,জকিগঞ্জ সিলেট প্রতিনিধি: হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত জেলা বাছাই পর্বে জামিয়া ইসলামিয়া দারুসসুন্নাহ মোহাম্মদীয়া লামারগ্রাম মাদ্রাসার মেধাবী ছাত্র আব্দুল্লাহ আল মামুনের পঞ্চম স্থান অর্জন। সে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উপজেলা বাছাই পর্বে প্রথন স্থান অধিকার করে উত্তীর্ণ হয়।
আব্দুল্লাহ আল মামুন,পবিত্র কুরআন শরীফ মাত্র ৭মাস মাস ১৭ দিনে মুখস্থ করে।সে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার জামেয়া দারুস সুন্নাহ মোহাম্মদিয়া লামারগ্রাম মাদ্রাসার শিক্ষার্থী। তার বাড়ী সিলেট জেলার কানাইঘাট উপজেলার তালবাড়ী গ্রামের কামাল আহমদের ছেলে।তার চাচা মাওলানা আফতাব উদ্দিন জামিয়া ইসলামিয়া দারুসসুন্নাহ মোহাম্মদ লামারগ্রাম মাদ্রাসার একজন স্বনামধন্য শিক্ষক। জামিয়া ইসলামিয়া দারুসসুন্নাহ মোহাম্মদিয়া লামারগ্রাম মাদরাসার হিফজ বিভাগের প্রধান হাফেজ মাওলানা দিদারুল ইসলাম তাহমিদ জানান, আব্দুল্লাহ আল মামুন সাত মাসে কুরআনের হাফেজ হয়েছে,সে একজন মেধাবী ছাত্র, তার উজ্জল ভবিষ্যতের জন্য আমরা সবার কাছে দোয়া চাই।