আলমগীর হোসেন স্টাফ রিপোর্টার: পাবনা ঈশ্বরদী রূপপুরের মানিক হত্যার তদন্ত প্রাপ্ত আসামী মো:রিজভী আহমেদ(১৯).পিতা রবি মোল্লা, গ্রাম- চর রুপপুর ডাক্তার পাড়া, থানা- ঈশ্বরদী, জেলা-পাবনা কে গোপন তথ্যের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার করিয়া বৃহস্পতিবার (৫ডিসেম্বর) রুপপুর এলাকা হইতে গ্রেফতার করা হয়। আলোচিত মানিক হত্যাকাণ্ডে অপরাপর আসামিদের কাছে মানিকের মুভমেন্টের
তথ্য প্রদানকারী এবং সহায়তাকারী হিসাবে তথ্য প্রযুক্তির মাধ্যমে সনাক্তপূর্বক হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করা হয়। উক্ত আসামী হত্যাকান্ডে তার ভূমিকা সহ ঘটনার সাথে জড়িত থাকার বর্ণনা স্বেচ্ছায় কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে জবানবন্দী প্রদান করেন। উল্লেখ্য হত্যাকাণ্ডের শিকার মানিক জামিনে মুক্ত হয়ে বাড়িতে এসে ঘটনার দিন পাবনা কোর্টের উদ্দেশ্যে রওনা হওয়ার পর ধৃত আসামি রিজভীর দেওয়া তথ্যের সাহায্যে সংবাদ পেয়ে তার বাড়ির নিকট ঘটনাস্থলে ঘটনার সাথে জড়িত আসামিরা তাকে নৃশংসভাবে হত্যা করে।