মো:জসিম হোসেন ক্রাইম রিপোর্টার কালিগঞ্জ ঝিনাইদা। ”দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় ঝিনাইদহের কালীগন্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। ৯ ডিসেম্বর রোজ সোমবার সমন্বিত জেলা কার্যালয় ঝিনাইদহ, দুর্নীতি দমন কমিশনের আয়োজনে এ মানববন্ধন করা হয়।
সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষ্যে সকালে উপজেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সচেতন নাগরিক কমিটি’র আয়োজনে মানববন্ধন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন শেষে বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ স্হান প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
এ সময় মুক্তিযুদ্ধ ও ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের প্রকৃত চেতনার আলোকে রাষ্ট্রকাঠামোর আমূল পরিবর্তনের মাধ্যমে এদেশের সাধারণ মানুষের ভোটাধিকার, ন্যায়বিচার, মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। বৈষম্যমুক্ত, অসাম্প্রদায়িক, জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত, মানবাধিকার নিশ্চিতে সকল প্রকার দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে আহ্বান জানান বক্তারা।