জেলা প্রতিনিধি জয়পুরহাটঃ ১১ ডিসেম্বর (বুধবার)সকাল ১১টার সময় শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে জয়পুরহাট জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়।
এ উপলক্ষে এ আলোচনা সভা ও বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোঃ সেলিম রেজা ডিউক জয়পুরহাট
জেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক
এবং সঞ্চালনায় ছিলেন কাজী মনুজুরে মওলা পলাশ জয়পুরহাট জেলার কৃষক দলের সদস্য সচিব
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির জেলা আহবায়ক মোঃ গোলজার হোসেন, সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ মাসুদ রানা প্রধান ও জয়পুরহাট জেলা কৃষক দলের যুগ্ন আহবায় মোঃ আনোয়ার হোসেন দিপু সহ জয়পুরহাট জেলা কৃষক দলের নেতৃবৃন্দ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে এক বর্ণাঢ্য র্যালি শহীদ ডা. আবুল কাশেম ময়দান হইতে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সার্কেট হাউজ মাঠে এসে শেষ হয়।