*একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না!
*নিরাপদ সড়ক চাই আন্দোলন চলছে অনেক দিন ধরেই!
*ফুটপাতে হকারের কাজ থেকে চাঁদাবাজি!
*যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে!
*মানুষ মানুষের জন্য!
*মানুষের সেবা করাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য!
*প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন পথচারীগণ!
সিলেট অফিস>> প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় কেউ বা কেউ দুনিয়া থেকে চলে যাচ্ছে একটি দুর্ঘটনায় সারা জীবনের কান্না। একটি দুর্ঘটনা হলে সাধারণ মানুষ হাসপাতালে চিকিৎসা করতে ব্যয়বহুল খরচ হয়।
কেউ বা আল্লাহতালার ডাকে দুনিয়া থেকে চলে যায়।
দূর্ঘটনা কে এড়িয়ে চলায় আমাদের সতর্কভাবে চলতে হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এই ব্রিজে দোকান বসানোর ইজারা নিয়েছেন । একজন হকার্স বলেন আমাদেরকে টাকা দিয়ে বসতে হয় আমার নাম কিন্তু বলবেন না ভাই।
হকারদের কারণে কিনব্রীজ অনেকটা বাজারে পরিণত হয়েছে। কি মিলে না এই বাজারে। মাছ, সুটকি, কাঁচামরিচ, শাক-সবজি, পান-সুপারি, টিশার্ট, মশারি, মোবাইল সিম, চার্জার, হাতঘড়ি, বেল্ট, হ্যাডফোনসহ নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র। ব্রিজে যান চলাচল বন্ধ করার পর থেকে প্রতিদিন প্রায় শ’খানেক হকার বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে ব্রিজের দুইপাশে বসেন।
শুধুমাত্র পণ্যের পসরা সাজিয়ে বসে খান্ত থাকেন না হকাররা। ব্রিজের উপর দিয়ে চলাচলরত পথচারীদের হাঁকডাক করেও পণ্য কিনতে উদ্ভূদ্ধ করেন। অনেক পথচারী পণ্য কেনা বা দরদাম করতে গিয়ে জটলা পাকান বিক্রেতাদের কাছে। এতে চলাচলে বীঘ্ন ঘটে সেতু ব্যবহারকারীদের।
ব্রিজের উপর দিয়ে মোটরসাইকেল ও সাইকেল চলাচলকারীদের বক্তব্যকালে বলেন যদি একটু দুর্ঘটনা ঘটে তাহলে আমাদেরকে জরিমানা দিতে হবে একটি এক্সিডেন্ট হলে কষ্ট পাবে সাধারণ মানুষ।
এই দুর্ঘটনা এড়াতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন পথচারীরাগন।